কলকাতা, 21 ডিসেম্বর: সালটা 1992 । কিংবদন্তি পরিচালক প্রভাত রায় তৈরি করেছিলেন 'শ্বেত পাথরের থালা' ছবিটি ৷ মূল উপন্যাসটির রচয়িতা বাণী বসু । নাম একই রেখেছিলেন পরিচালক । বলতে দ্বিধা নেই, সাফল্যের শিখর ছুঁয়েছিল সেই ছবি । অপর্ণা সেন, সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রাণী হালদার, হারাধন বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, ঋতুপর্ণা সেনগুপ্ত, ভাস্কর বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে অভিনয় করেছিলেন সেই ছবিতে ।
উপন্যাসের খানিকটা অংশ ছবিতে তুলে ধরা হলেও ব্যাপক জনপ্রিয়তা পায় এই ছবি । শুধু তাই নয়, পারিবারিক কল্যাণের ক্ষেত্রে শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায় 'শ্বেত পাথরের থালা'। এই ছবির হাত ধরেই বড় পর্দায় অভিষেক করেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত । আর এবার ছোট পর্দায় 'সাহিত্যের সেরা সময়'-এ আসছে 'শ্বেত পাথরের থালা'। আনুষ্ঠানিক ঘোষণাপর্বে হাজির ছিলেন সাহিত্যিক বাণী বসুও । সেখানে তিনি স্পষ্টই জানান, বাংলা ছবির জগতে এটি হয়ত কাল্ট হিসেবে মর্যাদা পেয়েছে তবে তাঁকে খুব মোহিত করতে পারেনি সেই কাজ ৷ বরং তাঁর মনে হয়েছে শেষের দিকে এসে বিষয়টি একটু গুলিয়ে ফেলেছিলেন নির্মাতারা (Bani Basu Criticizes Shwet Patharer Thala Film ) ৷