উজ্জয়িনী, 7 সেপ্টেম্বর: বলি তারকা রণবীর কাপুর-আলিয়া ভাট জুটির নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পেতে চলেছে আগামী 9 সেপ্টেম্বর ৷ ছবিমুক্তির আগে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনা চাইতে গিয়েছিলেন রণলিয়া (Alia Bhatt Ranbir Kapoor Visit Baba Mahakaleshwar) ৷ আর সেখানেই তাঁদের পড়তে হল চরম বিপত্তির মুখে ৷ মন্দিরের প্রধান প্রবেশদ্বারে সামনে বজরং দল রণলিয়ার পথ আটকালে রীতিমতো জটলা বেঁধে যায় ৷ রণলিয়ার সঙ্গে ছিলেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও (Alia and Ranbir seek Baba Mahakal blessings) ৷
শেষপর্যন্ত পুলিশকর্মীদের তৎপরতায় ছত্রভঙ্গ করা হয় বজরং দলের প্রতিনিধিদের (Baba Mahakaleshwar temple in Ujjain) ৷ তিন তারকাকে নিরাপদে উজ্জয়িনীর কালেক্টরের বাড়িতে নিয়ে যাওয়া হয় । বজরং দলের আধিকারিক অঙ্কিত চৌবে বলেন, "আমরা রণবীর কাপুরকে কখনওই মন্দিরে প্রবেশ করতে দেব না কারণ তিনি 'গো মাতা' সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন ৷ তিনি বলেছেন গরুর মাংস খাওয়া ভালো ।"
তাঁদের প্রতিরোধ সম্পর্কে বলতে গিয়ে অঙ্কিত বলেন, "আমরা এখানে তাঁকে কালো পতাকা দেখাতে এসেছি ৷ একজন গোমাংস ভক্ষণকারীকে মন্দিরে প্রবেশ করতে দেব না আমরা ৷ আর প্রশাসনকেও জবাব দিতে হবে কীভাবে গরুর মাংস ভক্ষণকারীদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল ।"