পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bajrang Dal Protests Against Ranbir: গো-মাংস ভক্ষণের অপরাধে মহাকালেশ্বরে রণলিয়া-র পথ আটকাল বজরং দল - Brahmāstra

'ব্রহ্মাস্ত্র' ছবি মুক্তির আগে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন রণলিয়া জুটি (Alia Bhatt Ranbir Kapoor Visit Baba Mahakaleshwar) ৷ সঙ্গে ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও (filmmaker Ayan Mukerji Brahmastra) ৷ আর সেখানেই বজরং দলের বিরোধের মুখে পড়লেন তাঁরা ৷

Bajrang Dal Protests Against Ranbir
'উনি গরুর মাংস খান', মহাকালেশ্বর মন্দিরে বিরোধের মুখে রনলিয়া

By

Published : Sep 7, 2022, 3:32 PM IST

উজ্জয়িনী, 7 সেপ্টেম্বর: বলি তারকা রণবীর কাপুর-আলিয়া ভাট জুটির নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পেতে চলেছে আগামী 9 সেপ্টেম্বর ৷ ছবিমুক্তির আগে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনা চাইতে গিয়েছিলেন রণলিয়া (Alia Bhatt Ranbir Kapoor Visit Baba Mahakaleshwar) ৷ আর সেখানেই তাঁদের পড়তে হল চরম বিপত্তির মুখে ৷ মন্দিরের প্রধান প্রবেশদ্বারে সামনে বজরং দল রণলিয়ার পথ আটকালে রীতিমতো জটলা বেঁধে যায় ৷ রণলিয়ার সঙ্গে ছিলেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও (Alia and Ranbir seek Baba Mahakal blessings) ৷

শেষপর্যন্ত পুলিশকর্মীদের তৎপরতায় ছত্রভঙ্গ করা হয় বজরং দলের প্রতিনিধিদের (Baba Mahakaleshwar temple in Ujjain) ৷ তিন তারকাকে নিরাপদে উজ্জয়িনীর কালেক্টরের বাড়িতে নিয়ে যাওয়া হয় । বজরং দলের আধিকারিক অঙ্কিত চৌবে বলেন, "আমরা রণবীর কাপুরকে কখনওই মন্দিরে প্রবেশ করতে দেব না কারণ তিনি 'গো মাতা' সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন ৷ তিনি বলেছেন গরুর মাংস খাওয়া ভালো ।"

তাঁদের প্রতিরোধ সম্পর্কে বলতে গিয়ে অঙ্কিত বলেন, "আমরা এখানে তাঁকে কালো পতাকা দেখাতে এসেছি ৷ একজন গোমাংস ভক্ষণকারীকে মন্দিরে প্রবেশ করতে দেব না আমরা ৷ আর প্রশাসনকেও জবাব দিতে হবে কীভাবে গরুর মাংস ভক্ষণকারীদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল ।"

'ব্রহ্মাস্ত্র' ছবি মুক্তির আগে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন রণলিয়া জুটি

প্রসঙ্গত 2011 সালে 'রকস্টার' ছবির প্রচারের সময় এই নিয়ে বয়ান দিয়েছিলেন ঋষি কাপুর-তনয় ৷ একটি প্রচারমূলক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমার পরিবার পেশোয়ার থেকে এসেছে ৷ তাই তাঁদের সঙ্গে প্রচুর পেশোয়ারি খাবারের রেসিপিও এসেছে। আমি মটন, পায়া এবং গরুর মাংসের ভক্ত । হ্যাঁ, আমি গরুর মাংসের বড় ভক্ত ৷" তাঁর এই এক দশক পুরোনো বয়ানেরই বিরোধিতা করে এদিন তাঁকে কালো পতাকা দেখায় বজরং দল ৷

আরও পড়ুন:ক্ষমতার দ্বন্দ্বের গল্প বলবে মনিরত্নমের 'পোন্নিয়ান সেলভান', হাজির ট্রেলার

উল্লেখ্য, আলিয়া-রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), মৌনি রায় (Mouni Roy), নাগার্জুন আক্কিনেনি (Nagarjuna Akkineni)-সহ আরও অনেকে । হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details