হায়দরাবাদ, 24 এপ্রিল: আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডে আগামী দিনে স্ক্রিনশেয়ার করতে চলেছেন 'ড্রিম গার্ল 2' ছবিতে ৷ এই ছবির প্রথম পর্ব বক্স অফিসে প্রশংসা কুড়িয়েছিল দর্শক এবং সমালোচকদের ৷ এবার আসতে চলেছে ছবির দ্বিতীয় পর্ব অর্থাৎ সিক্যুয়েল ৷ তবে তার জন্য় আরও কিছুদিন অপেক্ষা করতে হবে অনুরাগীদের ৷ কারণ নির্মাতারা আরও একবার বদল করলেন ছবির মুক্তির দিনক্ষণ ৷ ছবিটি এর আগে মুক্তি পাওয়ার কথা ছিল 7 জুলাই ৷
বালাজি মোশন পিকচার্সের ব্যানারে এবং একতা কাপুরের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে এই ছবি । তবে জুলাই মাসে নয়, এবার মাসখানেক পিছিয়ে গেল ছবিমুক্তির দিন ৷ নয়া ঘোষণা অনুযায়ী 'ড্রিম গার্ল 2' ছবিটি পর্দায় আসছে আগামী 25 অগস্ট । এই নতুন তারিখের ঘোষণা সামনে এসেছে পূজার কণ্ঠস্বরে । পূজা জানিয়েছে, চারবছর পর ফিরছে ড্রিম গার্ল পূজা । তাই প্রস্তুতিও ঠিক সেরকমই হওয়া দরকার । আর তাই আরেকটু অপেক্ষা করতে হবে দর্শকদের ।