পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Athiya on Suniel Shetty Birthday: 'পুরানো সেই দিনের কথা...', বাবার জন্মদিনে স্মৃতিমেদুর আথিয়া - Suniel Shetty Birthday

বাবার জন্মদিনে স্মৃতির সাগরে ডুব দিলেন সুনীল কন্যা আথিয়া শেট্টি ৷ ছোটবেলার ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন বাবাকে ৷

Pic Athiya Shetty Instagram
বাবার জন্মদিনে শুভেচ্ছা আথিয়ার

By

Published : Aug 11, 2023, 11:22 AM IST

হায়দরাবাদ, 11 অগস্ট: আরও একটি বসন্ত পার ৷ জীবনের খাতায় যুক্ত হল আরও এক নয়া অধ্যায় ৷ 61 বছর পূর্ণ করলেন বলিউডের আন্না, সুনীল শেট্টি ৷ আর এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মেয়ে আথিয়া ৷ আথিয়া এদিন শেয়ার করেছেন ছোটবেলার কিছু মিষ্টি মুহূর্ত ৷ মোট তিনটি ছবি এদিন শেয়ার করেছেন অভিনেত্রী ৷ তার একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে বাবার কোলে। অন্য একটিতে বাবা মা এবং পরিবারের সঙ্গে খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে তাঁকে ৷

পুরোনো দিনের ছবি শেয়ার করলেন আথিয়া

সেদিনের ছোট্ট আথিয়া আর ছোট্টটি নেই ৷ কয়েক মাস আগেই কেএল রাহুলের সঙ্গে গাঁটছড়া বেধে নতুন জীবন শুরু করেছেন তিনি ৷ তবু বাবার কাছে তিনি বোধহয় আজও সেই 'লিটিল প্রিন্সেস' হয়েই থেকে যেতে চান ৷ আর তাই পুরোনো স্মৃতির অতলে ডুব দিলেন সকাল সকাল ৷ একটি ছবির ক্যাপশনে আথিয়া লিখেছেন, "জন্মদিনের শুভেচ্ছা বাবা ৷ সবসময় তোমাকেই ভালোবাসি ৷"

সুনীল কেরিয়ার শুরু করেছিলেন 1992 সালে ৷ দিব্যা ভারতীর সঙ্গে জুটি বেঁধে 'বলবান' ছবির হাত ধরে প্রথমবার রূপোলি পর্দায় হাজির হন তিনি ৷ তারপর কেটে গিয়েছে এতগুলো বছর ৷ কখনও তিনি 'ম্যায় হুঁ না' ছবির নজরকাড়া খলনায়ক, কখনও 'বর্ডার' ছবির আর্মি ম্যান, কখনও আবার 'হেরাফেরি'র দম ফাটানো হাসির রাজা শ্যাম ৷ নানা অবতারে বারবার নিজেকে ভেঙেছেন সুনীল ৷ অ্যাকশন, রোম্য়ান্স এবং কমেডি প্রতিটি জগতে নিজের আলাদা আলাদা পরিচয় গড়ে তুলেছেন অভিনেতা ৷

আরও পড়ুন:'ওএমজি 2' বনাম 'গদর 2' ! নেটপাড়ার বিশেষজ্ঞদের কাছে এগিয়ে কে ?

আগামিদিনে আবার 'হেরাফেরি 3' ছবির হাত ধরে পর্দায় ফিরবেন সুনীল ৷ ছবি নিয়ে কয়েকদিন আগেই একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছিলেন তিনি ৷ জানিয়েছিলেন, ছবির প্রোমো শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ৷ ছবির কাজও শুরু হয়ে গিয়েছে ৷ এই ছবির সিক্যুয়াল দেখার জন্য বহুদিন ধরেই মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ এখন কবে আসবে 'হেরা ফেরি 3' সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details