পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Athiya Shetty on KL Rahul: রাহুলের সেঞ্চুরি কামব্যাকে উচ্ছ্বসিত স্ত্রী আথিয়া, সোশাল মিডিয়ায় কী লিখলেন সুনীল-কন্যা ? - পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি

বাইজ গজের ময়দানে স্বামী তথা ক্রিকেটার কেএল রাহুলের দুর্দান্ত খেলার জন্য সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানালেন স্ত্রী তথা অভিনেত্রী আথিয়া শেট্টি ৷ শুভেচ্ছা জানালেন সুনীল শেট্টি, অনিল কাপুর, বানী কাপুর ৷

Etv Bharat
ক্রিকেটের ময়দানে কামব্যাক রাহুলের, উচ্ছ্বসিত আথিয়া

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 9:51 PM IST

Updated : Sep 12, 2023, 6:25 AM IST

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে বাইশ গজে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন কেএল রাহুলের ৷ স্বামীর শতরানে স্বভাবতই উচ্ছ্বসিত স্ত্রী আথিয়া শেট্টি ৷ সোমবার কলম্বোয় এশিয়া কাপের সুপার-ফোরে ভারত-পাকিস্তান মহারণে বিরাট-রাহুল জুটির পার্টনারশিপ জয়ের পথ প্রশস্ত করলেও বাধ সাধছে বৃষ্টি ৷ যদিও ভারতের পুরো 50 ওভার ব্যাটিং সম্ভব হয়েছে ৷ সেখানে 106 বল খেলে অপরাজিত 111 রান করেন রাহুল ৷ স্বামীর এই কামব্যাক দেখে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট অভিনেত্রী স্ত্রী আথিয়ার ৷

বৃষ্টির কারণে গতকাল 24.1 ওভারে খেলা শেষ হলেও রিজার্ভ ডে'র জন্য মুখিয়ে ছিলেন প্রত্যেকে ৷ সোমবারও বাধ সাধে বৃষ্টি ৷ কিছু পরেই আবহাওয়া পরিষ্কার হয়ে গেলে শুরু হয় খেলা ৷ 24.1 ওভারে 2 উইকেটে 147 রান নিয়ে খেলা শুরু করে ভারত ৷ মাঠে নামেন বিরাট কোহলি ও কেএল রাহুল ৷ চোট সারিয়ে ময়দানে ফিরতেই চেনা ফর্মে ধরা দেন রাহুল ৷ হাঁকান শতরান ৷ মারেন 12টি চার, 2টি ছয় ৷ পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলিও ৷

এরপরই আথিয়া সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করেন ৷ রাহুলের শতরানের মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে সুনীল-কন্যা লেখেন, "নিকষ আঁধার শেষ হয়ে নতুন করে সূর্য একদিন উঠবেই ৷ তুমি আমার কাছে সবকিছু ৷ আমি ভালোবাসি তোমাকে ৷" আথিয়ার এই পোস্ট সামনে আসার পরেই অনুরাগীদের শুভেচ্ছা বন্যা বয়ে যায় কমেন্ট সেকশনে ৷ অনুরাগীদের পাশাপাশি, তারকারাও সেই পোস্টে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন ৷

আরও পড়ুন: নতুন ছবির জন্য লোকেশ কনগরাজের সঙ্গে হাত মেলালেন রজনীকান্ত

অভিনেতা অনিল কাপুর কমেন্ট সেকশনে হাততালি ইমোজি দেন ৷ অভিনেত্রী বাণী কাপুরও হাততালি ইমোজি দিয়ে রাহুলের শতরান উদযাপন করেন ৷ অভিনেতা টাইগার শ্রফও লাল হৃদয় ইমোজি ব্যবহার করেন ৷ আয়ুষ্মান খুরানা লেখেন, "হোয়াট আ কামব্যাক !" অন্যদিকে আথিয়া শেট্টির বাবা তথা কোএল রাহুলের শ্বশুর সুনীল শেট্টিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে ৷ তিনি লেখেন, "অসাধারণ পারফরম্যান্স ৷ বিজয়ীদের মতো প্রত্যাবর্তন ৷ সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ।"

Last Updated : Sep 12, 2023, 6:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details