হায়দরাবাদ, 6 জুলাই: শীঘ্রই মুক্তি পেতে চলেছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত 'গদর 2' ৷ ছবিমুক্তি আগামী 11 অগস্ট ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে গদর 2-এর প্রথম গান 'উড় যা কালে কাওয়া' গানটি ৷ যে গানটি প্রথম পর্বের গানের রিক্রিয়েশন ৷ নির্মাতারা সিক্যুয়েলের মিউজিকের ক্ষেত্রে নতুন মোড়কে পুরনো ফ্লেভারই রাখতে চাইছেন ৷ তাই 'উড় যা কালে কাওয়া'র পর 'ম্যায় নিকলা গাডি লেকে' গানটিও রিক্রিয়েট করছেন তাঁরা ৷ শোনা যাচ্ছে এই গানটি রিমেক হচ্ছে 'মেলোডি কিং' অরিজিৎ সিং'য়ের কণ্ঠে ৷ তবে অরিজিতের সঙ্গে গলা মেলাবেন উদিত নারায়ণও। 'গদর' ছবিতে উদিত নারায়ণের কণ্ঠেই। 'ম্যায় নিকলা গাডি লেকে'র পাশাপাশি 'গদর 2' ছবির অরিজিনাল সং 'দিল ঝুম'ও গেয়েছেন অরিজিৎ ৷
গদর ছবির 'ম্যায় নিকলা' গানটি বেশ দ্রুত লয়ের ছিল ৷ সেই সময়ের জনপ্রিয় গানটি 22 বছর পর আজও একইভাবে জনপ্রিয় হয়ে রয়েছে সঙ্গীতপ্রেমীদের কাছে ৷ বিভিন্ন পার্টি কিংবা বিয়েবাড়িতে এখনও বাজতে শোনা যায় 'এভারগ্রিন' সেই গান। ছবির নির্মাতারা পুরনো গানটির ফ্লেভার অক্ষত রেখেই গানটিতে নতুন কিছু যোগ করার পরিকল্পনা করেছেন।