কলকাতা:অসংখ্য মানুষের অনুরোধে 'দশম অবতার'-এ অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গাওয়া 'বাউণ্ডুলে ঘুড়ি' গানটির রেকর্ড করলেন গানের গীতিকার ও সুরকার অনুপম রায় । সম্প্রতি এসভিএফ মিউজিক থেকে রিলিজ করেছে সেই গান । এর আগেও ঘটেছে এরকম ঘটনা। শিল্পী তথা সুরকার অনুপম রায়কে 'প্রাক্তন' ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছে । আর কি কখনও অভিনয়ের অফার পেলে করবেন তিনি? ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে জানালেন অনুপম রায় ।
ইটিভি ভারত:শ্রোতা এবার আপনার কণ্ঠে 'বাউণ্ডুলে ঘুড়ি' শুনল। কেমন লাগল এমন একটি জনপ্রিয় গান গেয়ে ৷ কী বলবেন?
অনুপম: খুবই ভালো লাগার মতো একটা ঘটনা । তার কারণ গানটাকে অনেক ভালোবাসা দিয়েছেন মানুষ । আমার কণ্ঠে গানটা রেকর্ড হিসেবে পাওয়ার জন্য বহু মানুষের মেসেজ পেয়েছি । একজন শিল্পীর এর থেকে বেশি আর কী চাই? তবে, এবারই প্রথম নয় । এর আগে 'দৃষ্টিকোণ' ছবির 'আলাদা আলাদা' গানটা ইমনের গলায় ছিল । আমি বাড়িতে বসে গিটার বাজিয়ে মানুষকে শোনানোর জন্য গেয়েছিলাম । সেটা এত জনপ্রিয় হয়ে ওঠে যে পরে শ্রোতার অনুরোধেই আমাকে রেকর্ড করতে হয় গানটা । তা ছাড়া 'জুলফিকর'-এ শান আর শ্রেয়ার কণ্ঠে 'কাটাকুটি খেলা' গানটাও পরে আমি রেকর্ড করি । পরে ওটার অ্যাকোয়েস্টিক ভার্সন আছে আমার কণ্ঠে ।
ইটিভি ভারত: সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'টেক্কা'য় গান বাঁধছেন অনুপম ৷ পাশাপাশি লেখক হিসাবেও কি পাওয়া যাবে তাঁকে? বইমেলা আসছে । আপনার লেখা কোনও বই কি পাব এবার?
অনুপম: অবশ্যই। আগামী বইমেলায় আমার তিনটি নতুন বই রিলিজ করবে। সেটা ক্রমশ প্রকাশ্য।
ইটিভি ভারত:সকলের মতে, অনুপম রায়ের গানের ধরনটাই আলাদা। আপনার নিজের ভাবনাটা যদি একটু বলেন?