পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ankush Hazra: সানি-অক্ষয়-দেব-রজনীকান্তের ছবির জন্য গলা ফাটালেন অঙ্কুশ, 'বিগ হার্ট ম্যান', লিখলেন ফ্যানেরা - Ankush is Promoting All The Films

'সব ছবি চলুক ৷ সিনেমার জয় হোক ৷' নিজে থেকে রজনী-অক্ষয়দের ছবির প্রচারে নামলেন অঙ্কুশ ৷ তাঁর এই ব্যবহারে খুশি ফ্যানেরা ৷

Ankush Hazra
বাংলা হিন্দি ছবির প্রচারে অঙ্কুশ

By

Published : Aug 10, 2023, 6:46 PM IST

কলকাতা, 10 অগস্ট:শুধু নিজের ছবি নয় সমস্ত ছবির জন্য় সমানে গলা ফাটান এমন নায়ক কমই আছেন ৷ ঠিক যেমন কয়েকদিন আগেই 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যদের সঙ্গে এনে বেশ বড় বার্তা দিয়েছিলেন দেব ৷ তিনি বারবার জানিয়েছিলেন, তাঁর ছবির সঙ্গে 'চিনি 2' মুক্তি পেতে চলেছে সেই ছবিও যেন সকলে দেখেন ৷ কারণ যে কোনও ছবি চললেই ইন্ডাস্ট্রির লাভ ৷ এবার ঠিক একইরকম ভাবে সমস্ত ছবির জন্য নিজে থেকে প্রচারে এগিয়ে এলেন অঙ্কুশ ৷

রজনীকান্তের 'জেলর' ছবিটি মুক্তি পেয়েছে বৃহস্পতিবার ৷ এই ছবির পাশাপাশি শুক্রবার বাংলা এবং হিন্দি মিলিয়ে মুক্তি পেতে চলেছে আরও চারটি ছবি ৷ সানি দেওলের 'গদর 2', অক্ষয় কুমারের 'ওএমজি 2', মধুমিতা সরকার-অপরাজিতা আঢ্য়ের 'চিনি 2' এবং দেবের 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' মুক্তি পেতে চলেছে একই দিনে ৷ একইসঙ্গে পাঁচটি ছবিরই প্রচার করছেন অঙ্কুশ ৷

প্রত্যেকটি ছবির পোস্টার শেয়ার করে অঙ্কুশ ইনস্টাগ্রামে লেখেন, " ভারতের বিভিন্ন প্রান্তের সুপারস্টাররা একসঙ্গে পর্দায় আসছেন ৷ সব ছবি চলুক ভারতীয় সিনেমার জয় হোক।" বৃহস্পতিবার 'আবার প্রলয়' সিরিজটিরও প্রচার করতে ভোলেননি অভিনেতা ৷ তিনি লেখেন, "প্রযোজক আমার ভীষণ প্রিয় শুভশ্রী, পরিচালক আমার সোন্টুমনা রাজ চক্রবর্তী, নায়ক আমার সর্বকালের প্রিয় ৷ প্ল্যাটফর্ম- যেখান থেকে আমার ওয়েব সিরিজের সাফল্যের যাত্রা শুরু ৷ আর সবচেয়ে বড় কথা রয়েছেন পরাণ বন্দোপাধ্যায় ৷ আর কি চাই। আজ মাঝরাত থেকেই টিভির সামনে বসে যাচ্ছি । আপনারাও তাই করুন ৷"

আরও পড়ুন:কিং খানের হাত ধরে ছবির ট্রেলার মুক্তি, 'ফ্যানবয় মোমেন্ট' লিখলেন দুলকর সলমন

অন্য় অভিনেতার ছবি এবং সিরিজের প্রচারে যেভাবে এগিয়ে এসেছেন অঙ্কুশ তা দেখে খুশি ফ্যানেরাও ৷ কেউ লিখেছেন, "খুব এক্সাইটেড কালকের দিনটার জন্য ৷" কেউ আবার লিখেছেন, "বিগ হার্ট ম্যান ৷" শুভশ্রী, রাজও ভালোবাসা জানাতে ভোলেননি ৷ অঙ্কুশ যে এ কাজ এই প্রথম করলেন তা নয় ৷ বরাবরই তিনি এমনটাই করে থাকেন ৷

ABOUT THE AUTHOR

...view details