পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রেক্ষাগৃহে মাছি উড়ছে ! নতুন ছবি নিয়ে দর্শক দরবারে বিশেষ অনুরোধ অভিনেতা অঙ্কুশের - কুরবান

Ankush New Movie: শুক্রবার মুক্তি পেয়েছে অঙ্কুশ অভিনীত 'কুরবান' ৷ ছবির রিভিউ ভালো হলেও বিস্ফোরক অভিনেতা ৷ দর্শকদের উদ্দেশ্যে লিখলেন দীর্ঘ পোস্ট ৷

Etv Bharat
'কুরবান' নিয়ে বিশেষ অনুরোধ অঙ্কুশের

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 6:27 PM IST

Updated : Nov 26, 2023, 11:41 AM IST

হায়দরাবাদ, 25 নভেম্বর: চলতি উইকএন্ডে তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছে একসঙ্গে ৷ জিৎ-এর 'মানুষ', খরাজ মুখোপাধ্যায়ের হাসির ছবি 'বগলা মামা জুগ জুগ জিও' ও অঙ্কুশের 'কুরবান' ৷ 'মানুষ' আর 'বগলা মামা'র বক্সঅফিস রিপোর্ট জানা না-গেলেও শৈবাল মুখোপাধ্যায় পরিচালিত ও অঙ্কুশ অভিনীত 'কুরবান' ছবি যে প্রেক্ষাগৃহে মাছি তাড়াচ্ছে, তা নিজেই স্বীকার করলেন অভিনেতা ৷

অঙ্কুশ সোশাল মিডিয়ায় লিখেছেন, "ভীষণই কম সংখ্যক মানুষ কুরবান দেখতে প্রেক্ষাগৃহে ঢুকছেন ৷ সত্যটা মানতে একদমই লজ্জা নেই ৷ কিন্তু চারিদিকে বেশ ভালো রিভিউ পাচ্ছি ছবিটি নিয়ে ৷ যে ক'জন মানুষ হলমুখী হচ্ছেন তাঁদেরও যদি সত্যি ভালো লেগে থাকে সবাইকে বলবেন যেতে ৷ না, বাংলা ছবির পাশে দাঁড়াতে অনুরোধ করছি না ৷ শুধু ভালো লাগলে আশপাশের মানুষদের জানাবেন ৷ না মানে আপনাদের ছাড়া কাদের অনুরোধ করবো বলুন ৷ আপাতত প্রেক্ষাগৃহে যে মাছিগুলি উড়ছে তাদের তো আর বোঝাতে পারব না ৷"

এরপর অভিনেতা বলেন, "যাই হোক ভালো থাকবেন সকলে ৷ বাকি দেখা হচ্ছে 2024-এ কোনও এক সবথেকে বড় উৎসব-এ মির্জা নিয়ে ৷" অঙ্কুশের এই পোস্ট ঘিরে অনেক অনুরাগী দাঁড়িয়েছেন পাশে ৷ কেউ লিখেছেন, "একজন সত্যিকারের সুপারস্টার এইভাবেই নিজের অসফলতার সঙ্গে লড়াই করেন ৷"

আবার একজন লিখেছেন, "কুরবান ছবিকে স্ক্রিন দেওয়া হয়নি ৷ বেশিরভাগ স্ক্রিন শেয়ার করা হয়েছে মানুষ ও বগলা মামার মধ্যে ৷ তুমি অন্য কোনও সময়ে এই ছবির মুক্তির দিন ঠিক করতে পারতে ৷" আবার কেউ বলেছেন, "সময় ভালো হোক বা খারাপ, একসময় ঠিক বদলে যাবে ৷ তবে তোমার গাটসকে কুর্নিশ জানাই ৷"

Last Updated : Nov 26, 2023, 11:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details