পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kurban: নভেম্বরে মুক্তির পথে অঙ্কুশ-প্রিয়াঙ্কা জুটির 'কুরবান' - প্রিয়াঙ্কা সরকার

Ankush Hazra and Priyanka Sarkar in Kurban: নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে অঙ্কুশ হাজরা ও প্রিয়াঙ্কা সরকারের জুটির কুরবান ৷ এই ছবির পরিচালক শৈবাল মুখোপাধ্যায় ৷

Ankush Hazra and Priyanka Sarkar
অঙ্কুশ-প্রিয়াঙ্কা জুটি

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 8:09 PM IST

কলকাতা, 11 অক্টোবর: পরিচালক শৈবাল মুখোপাধ্যায়ের 'কুরবান' মুক্তি পেতে চলেছে আগামী 24 নভেম্বর । এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকার । 'কুরবান' মনুষ্যত্বের গল্প বলে, মানুষের কথা বলে, হাসানের কথা বলে । জীবনের নানা রকম ওঠানামায় মানুষকে যে কী কী করতে হয় সেই সব কিছুর দলিল এই ছবি । জানালেন ছবির কুশীলবরা ৷

গল্পের দিকে তাকালে দেখা যায়, সবুজ গ্রামের প্রেক্ষাপটে সহজ সরল হাসান আর হিজলের সংসার । অন্যদের থেকে একটু বেশিই যেন অনুভূতিপ্রবণ হাসান । তার কারণ হয়তো তাঁর আব্বা, আম্মি আর আম্মির হিন্দু সই । একনজরে হাসানের সংসার সুখের মনে হলেও সেখানে টানাপোড়েন রয়েছে বিস্তর । হাসান জীবনটাকে অন্যভাবে দেখেন । বিলাসিতাকে তিনি বিশ্বাসঘাতকতা মনে করেন । যেমন তিনি মনে করেন - ছিপ দিয়ে মাছ ধরা আসলে বিশ্বাসঘাতকতার অন্য নাম । কারণ খাবারের আমন্ত্রণ জানিয়ে বা দাওয়াতে ডেকে তাদের মারা হয় । জীবনের শেষ লড়াই করবার সুযোগ থেকে তারা বঞ্চিত হয় । জীবন হাসানকে আলাদা ভাবে দেখে, সেও জীবনকে দেখে আলাদা ভাবেই ।

আরও পড়ুন:জন্মদিনে ভক্তদের খুশি করতে মাঝরাতেই জলসার বাইরে শাহেনশা, হাতজোড় করে দিলেন ধন্যবাদ

পরিচালকের কথায়, "হাসানের চরিত্র চিত্রণে প্রথমেই অঙ্কুশের সেনসিটিভ চোখ দুটো ভেসে উঠেছিল । দেখতে পেয়েছিলাম মাথায় বড় চুল, একগাল এলোমেলো দাড়ি নিয়ে স্নিগ্ধ, স্থির, গভীর হাসানকে । একইভাবে হিজলকে খুঁজে পাই প্রিয়াঙ্কার মধ্যে । গ্রামের একটি সুন্দর, অল্পবয়সি, প্রাণবন্ত, মুসলিম বৌ, যে তার নিজের কথা বলতে পারে । যার নিজের স্বপ্নের জগৎ আছে । গল্প শোনার পর ওরা দুজনেই সিনেমাটা করতে রাজি হয়ে যায় ।"

অঙ্কুশ এবং প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য ও সুভদ্রা মুখোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details