পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Anjan Remembers Mrinal Sen: 'প্রশ্ন করতে শেখান মৃণাল সেন', কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে স্মৃতিচারণ অঞ্জনের - মৃণাল সেন

সিনেমার মাধ্যমে প্রশ্ন করতে শিখিয়েছিলেন মৃণাল সেন ৷ কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে এ ভাবেই তাঁকে নিয়ে স্মৃতিচারণ করলেন অঞ্জন দত্ত ৷

Anjan Remembers Mrinal Sen
অঞ্জন দত্ত মৃণাল সেন

By

Published : May 15, 2023, 5:48 PM IST

Updated : May 15, 2023, 8:14 PM IST

মৃণাল সেনের জন্মশতবর্ষে স্মৃতিচারণ অঞ্জন দত্ত ও মমতা শঙ্করের

কলকাতা, 15 মে: সিনেমার মাধ্যমে প্রশ্ন করতে শিখিয়েছিলেন মৃণাল সেন । কীভাবে বিতর্ক তৈরি করে মানুষের মনে প্রশ্ন জাগাতে হয়, তা তাঁর কাছ থেকেই শেখা । প্রয়াত কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেনের জন্ম শতবার্ষিকীতে এমনটাই জানালেন গায়ক ও পরিচালক অঞ্জন দত্ত । মৃণাল সেনের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত নিয়ে ফিল্ম তৈরি করছেন বলেও আবার জানিয়েছেন তিনি ।

শতবর্ষে মৃণাল সেনকে নিয়ে তাঁর কোনও পরিকল্পনা আছে কি না প্রশ্ন করতেই অঞ্জন দত্ত বলেন, "আমি একটি সিনেমা তৈরি করছি । একটা গল্প । যে সিনেমাটি ফিচার ফিল্মও নয় ডকুমেন্টারিও নয় । নতুনত্ব কিছু । আমার আশা, দর্শকরা আকর্ষিত হবেন ।" সিনেমায় অভিনয় জগতে মৃণাল সেনের হাত ধরে অঞ্জন দত্তের অভিষেক ঘটে । তারপরে ব্যক্তিগত স্তরে তৈরি হয় সম্পর্কের রসায়ন । প্রায় 40 বছরেরও বেশি সম্পর্ক মৃণাল সেন ও অঞ্জন দত্তের । সেই সমস্ত স্মৃতি রোমন্থন করার পাশাপাশি রবিবার সরলা রায় মেমোরিয়াল হলে অঞ্জন দত্ত আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন ।

তিনি বলেন, "মৃণালদা শিখিয়েছিলেন কীভাবে সিনেমার মধ্যে প্রশ্ন করতে হয় । বিতর্ক উসকে দিতে হয় । যাতে সাধারণ মানুষদের মনে প্রশ্ন জাগে । কিন্তু দুঃখের বিষয় আজকে সিনেমা শিল্প জগৎ থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন কমে এসেছে । হয়তো এর পিছনে অন্য কোনও কারণ আছে । কিন্তু এই প্রশ্ন করা বন্ধ করলে চলবে না । আমাদেরও বেশি করে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে যেতে হবে ।"

অঞ্জন দত্তের মতোই অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্করের বড় পর্দায় অভিষেক ঘটে মৃণাল সেনের হাত ধরে । মৃণাল সেনের জন্ম শতবার্ষিকীতে 'মৃণালের ভুবনে মৃণাল-সন্ধান' শীর্ষক সেমিনারে মমতা শঙ্কর নিজের প্রথম জীবনের আয়ের কথা তুলে ধরেন । তিনি বলেন, "আমার জীবনের প্রথম ইনকাম ছিল 100 টাকা । প্রথম যে সিনেমাটা করেছিলাম, তার জন্য পারিশ্রমিক হিসেবে এই 100 টাকার চেক দিয়েছিলেন । একইভাবে পরিবার বাদ দিয়ে প্রথমবার নিজের ইনকামে মৃণালদার সঙ্গেই জাপানে ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলাম । আমার প্রেম ভালোবাসার বিষয়েও মৃণালদা জানতেন । তবে লোকটা খুব ভয় দেখাতে ভালোবাসতেন । তাঁকে নিয়ে যত বলব ততই কম পড়ে যাবে ।"

আরও পড়ুন:মৃণাল সেনের সঙ্গে তাঁর সম্পর্ক এবার বড় পর্দায় আনছেন অঞ্জন

Last Updated : May 15, 2023, 8:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details