পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Alia Ranbir Wedding : কবে গাঁটছড়া বাঁধছেন আলিয়া-রণবীর ? সামনে এল দিনক্ষণ - Ranbir Kapoor Alia Bhatt Wedding Date

17 এপ্রিল সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর-আলিয়া (Ranbir Kapoor Alia Bhatt Wedding Date)। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রাজস্থানের রণথাম্বোরে গাঁটছড়া বাঁধতে পারেন এই বলিযুগল । আবার কেউ কেউ এও বলছেন, মুম্বইতেই সাত পাকে বাঁধা পড়বেন এই কপোত-কপোতী ৷

Alia Ranbir Wedding
কবে গাঁটছড়া বাঁধছেন আলিয়া-রণবীর ? সামনে এল দিনক্ষণ

By

Published : Apr 5, 2022, 12:18 PM IST

মুম্বই, 5 এপ্রিল :রণবীর কাপুর এবং আলিয়া ভাটের অনুরাগীদের রয়েছে বড় সুখবর ৷ বহুচর্চিত এই বলি কপোত-কপোতী অবশেষে এক সুতোয় বাঁধা পড়তে চলেছেন চলতি মাসেই ৷ আলিয়া আগেই জানিয়েছিলেন, মনে মনে রণবীরকে স্বামী হিসাবে তিনি বরণ করে নিয়েছেন বহুদিন আগেই ৷ শুধু সামাজিক বিধি পালনই যা বাকি ৷ এও জানা গিয়েছিল লকডাউন না থাকলে এতদিনে হয়ত বিয়ে সেরেই ফেলতেন তাঁরা ৷ সংবাদমাধ্যমে একথা জানিয়েছিলেন রণবীর স্বয়ং ৷

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, 17 এপ্রিল সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর-আলিয়া(Ranbir Kapoor Alia Bhatt Wedding Date)। কান পাতলে এও শোনা যাচ্ছে যে, রাজস্থানের রণথাম্বোরে গাঁটছড়া বাঁধতে পারেন এই বলিযুগল । আবার কোনও কোনও রিপোর্ট এও বলছে কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়, মুম্বইতেই একেবারে ঘরোয়া মেজাজে বিবাহ সারতে চলেছেন এই হবু দম্পতি ৷ শোনা যাচ্ছে, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধুমাত্র আত্মীয় পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই ৷

আরও পড়ুন : লাস ভেগাসে গ্র্যামির মঞ্চ মাতালেন দেশি-বিদেশি সুন্দরীরা

2017 সাল থেকে ডেটিং করছেন এই বলিযুগল ৷ অর্থাৎ তাঁদের সম্পর্কের ইতিহাস যে সুদীর্ঘ এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আগামিদিনে এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ৷ বারানসীতে ছবিটির শ্যুটিং সবেমাত্র শেষ হয়েছে ৷ 9 সেপ্টেম্বর পর্দায় আসতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ৷

ABOUT THE AUTHOR

...view details