মুম্বই, 2 ফেব্রুয়ারি: অক্ষয় কুমারের নতুন ছবি 'সেলফি'-র গান 'ম্য়ায় খিলাড়ি' মুক্তি পেয়েছে সম্প্রতি ৷ উদিত নারায়ন এবং অভিজিতের গাওয়া এই গানটিতে একসঙ্গে কোমর দুলিয়েছেন ইমরান হাশমি এবং অক্ষয় কুমার ৷ ইতিমধ্যেই ইউটিউবে কয়েক মিলিয়ন মানুষ শুনে ফেলেছেন 'ম্য়ায় খিলাড়ি' ৷ সুপারহিট 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি' গানের লাইনকে ফের নতুন করে ফিরিয়ে দিয়েছে গানটি ৷ আর এবার ছবির প্রচারের জন্য় এই গানে টাইগার শ্রফের সঙ্গে কোমর দোলালেন খিলাড়ি কুমার ৷ অক্ষয় নিজেই ইনস্টায় পোস্ট করেছেন তাঁর নতুন এই ডান্স রিলটি (Akshay Kumar Tiger Shroff Viral Dance Reel) ৷
নাচের তালে তালে মেতে উঠেছেন দুই অভিনেতাই ৷ রিলসটি শেয়ার করে অক্ষয় বৃহস্পতিবার লিখেছেন, "এবার আমার সঙ্গে টাইগার ম্যায় খিলাড়ি গানে নাচে মেতে উঠল ৷ আপনিও যদি আপনার প্রিয় বন্ধুর সঙ্গে এই গানে রিল বানান কেমন হয় বলুন তো! আমি রিপোস্ট করব ৷" প্রসঙ্গত, ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে 'সেলফি' ছবির ট্রেলার ৷ মূলত একজন অভিনেতা এবং তাঁর এক অনুরাগীর কথা ফুটিয়ে তুলবে গল্প ৷ অভিনেতার সঙ্গে সেলফি তোলার উদগ্র আগ্রহ থেকে হঠাৎ বিষয়টি ভুল বোঝাবুঝির চেহারা নেয় ৷ আর তারপর কোন জটিল দিকে মোড় নেয় গল্পটি সেটাই দেখার ৷