কলকাতা, 28 মার্চ: একের পর এক স্বপ্ন পূরণ হচ্ছে অভিনেতা রুদ্রনীল ঘোষের ৷ সোমবারই আবার 'বছর কুড়ি পর' ছবিতে সেরা অভিনেতার (ক্রিটিকস চয়েজ) পুরস্কার পেয়েছেন অভিনেতা ৷ এবার পালা বি-টাউনের পাড়ি দেওয়ার ৷ অমিত শর্মা পরিচালিত বায়োগ্রাফিকাল স্পোর্টস ড্রামা 'ময়দান' (Maidaan)-এর হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ ঘটছে বাংলার অভিনেতার ৷ সোশাল মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে রুদ্রনীল সে কথা জানিয়েছেন (Actor Rudranil Ghosh started his journey in Bollywood) ৷ ক্যাপশনে রুদ্রনীল লিখেছেন, "বহু প্রতীক্ষার পর আমার পরবর্তী সিনেমা 'ময়দান' ৷"
এই প্রসঙ্গে ইটিভি ভারতের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে ৷ ময়দান ছবি দিয়েই বলিউড জার্নি শুরু কি না এই প্রশ্নে অভিনেতা রুদ্রনীল জানিয়েছেন, "ময়দান প্রথম হিন্দি ছবি হবে আমার ৷ তবে এর আগে একটা হিন্দি সিনেমা করেছিলাম ৷ টেকনিক্যাল কারণে তা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ৷ সুতরাং, এটাকে প্রথম ছবি বলাই যায় ৷" বলিউডে কাজ শুরু প্রসঙ্গে অভিনেতা বলেন, "2019 সালে প্রযোজনা সংস্থা থেকে ফোন আসে ৷ আমার অভিনয় দেখে তারা আমাকে শর্টলিস্ট করেছেন ৷ কিন্তু ফাইনাল কাস্ট করার আগে তাদেরকে অ্যাকটিং অডিশন করে পাঠাতে হবে ৷ তার জন্য আমাকে একটা ডেমো স্ক্রিপ্ট পাঠানো হয়েছিল ৷ ডায়লগ ফোনে রেকর্ড করে পাঠিয়ে দিতে বলেন ৷ প্রায় পাঁচ-ছয় মাস পর আমাকে মুম্বই ডাকা হয় লুক সেটের জন্য ৷ যেহেতু আমরা জানি বাধাই হো-র পরিচালক অমিত শর্মা এই ছবির পরিচালনা করেছেন, তিনি প্রচণ্ড সিগনেফিক্যান্টলি কাজ করেন ৷ তাই আমার চরিত্রকে নিখুঁত ফুটিয়ে তুলতে একটা লং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে ৷"
ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন," চরিত্রটা যেহেতু খুব ইন্টারেস্টিং, তাই এই মুহূর্তে বলা যাবে না ৷ তবে একটা কথাই বলব, অনেকেই এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তবে সিনেমার একদম প্রথম সারিতে যাদের দেখা যাবে মানে অজয় দেবগণের পরেই যে দু'তিনটে চরিত্র রয়েছে তার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আমাকে ৷ তাতে চমক রয়েছে ৷ তাই যতক্ষণ না টিজার বেরোচ্ছে তার আগে এর থেকে বেশি কিছু বলা যাবে না ৷ এখানে আমার লুক, বেশভূষা সম্পূর্ণ আলাদা ৷ সেটে আমি নিজেকে দেখেই চমকে গিয়েছিলাম ৷"