পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mission Raniganj: মুক্তির অপেক্ষায় 'মিশন রানিগঞ্জ', ইটিভি ভারতে অকপট অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য

Dibyendu Bhattacharya on Mission Raniganj: 'সিলেকশন ডে', 'স্যাক্রেড গেমস', 'দেব ডি', ক্রিমিনাল জাস্টিস', 'আনদেখি'র মতো অগণিত হিন্দি সিনেমা এবং ওয়েব সিরিজে তিনি পরিচিত মুখ ৷ তিনি বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য ৷ তাঁর আগামী ছবি 'মিশন রানিগঞ্জ' নিয়ে খোলাখুলি আড্ডা দিলেন ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে ৷

Etv Bharat
ইটিভি ভারতে অকপট অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 7:00 PM IST

Updated : Sep 12, 2023, 7:16 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: বঙ্গতনয় হলেও দিব্যেন্দু ভট্টাচার্য দাপিয়ে অভিনয় করছেন মুম্বইয়ে। 'মকবুল', 'অবতক ছাপ্পান', 'ব্ল্যাক ফ্রাইডে', 'লুটেরা', 'ধন ধনা ধন গোল' থেকে শুরু করে 'সিলেকশন ডে', 'স্যাক্রেড গেমস', 'দেব ডি', ক্রিমিনাল জাস্টিস', 'আনদেখি' ৷ অগণিত হিন্দি সিনেমা এবং ওয়েব সিরিজের তালিকায় পরিচিত মুখ তিনি। এবার 'মিশন রানিগঞ্জ:দ্য গ্রেট ভারত রেসকিউ'তে তাঁকে দেখা যাবে অন্য ভূমিকায়। বাংলা ছবি 'মীর্জা', 'জলে জঙ্গলে', 'গুড্ডু রঙ্গিলা'তে অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য। বাংলা ওয়েব সিরিজের মধ্যে রয়েছে 'ধানবাদ ব্লুজ', 'লালবাজার'।
ইটিভি ভারত তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল তাঁর পরবর্তী ছবি 'মিশন রানিগঞ্জ'-এর অভিজ্ঞতা শোনার জন্য। অভিনেতা দিব্যেন্দু তখন মানালিতে ব্যস্ত তাঁর ওয়েব সিরিজ 'আনদেখি' সিজন থ্রি-র শুটিং-এ। শুটিং-এর ফাঁকেই তিনি কথা বলেন ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে। শুরুতেই বলে নেন, হাতে ঠিক দশ মিনিট সময়।...

ইটিভি ভারত: 'মিশন রানিগঞ্জ'-এ আপনার চরিত্রটা কেমন?
দিব্যেন্দু: এটাই তো মুশকিলে ফেলে দিলেন। চরিত্রটা তো বলতে পারব না। চরিত্রটা তো প্রযোজনা সংস্থা প্রকাশ্যে আনেনি এখনও । ওরাই সামনে আনবে। আমি যে পারব না বলতে এখন। তবে, এটুকু তো বলতেই পারি বিষয়টা অত্যন্ত ভালো। কেউ কখনও কাজ করেনি এই বিষয় নিয়ে ৷ এর আগে চাসনালা খনিতেও এরকম ঘটনা ঘটেছিল। জল ঢুকে গিয়েছিল খনিতে। বাকিটা অনেকেই জানেন। তবে, আমাদের ছবিটা 1989 সালে রানিগঞ্জের কয়লাখনিতে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা থেকে উঠে আসা। দুর্ঘটনার কবলে পড়া অগণিত শ্রমিকের ত্রাতা হয়েছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং। এই চরিত্রেই অক্ষয় কুমার।

ইটিভি ভারত: অক্ষয় কুমারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
দিব্যেন্দু: ভীষণ প্রফেশনাল মানুষ। একইসঙ্গে ডিসিপ্লিনড। তবে খুব যে আমার সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তা নয়। খুব যে কাছাকাছি এসেছি, তাও নয়। ওনার পরিধি আলাদা, আমাদের একটা আলাদা গ্রুপ আছে। আর কাজের অভিজ্ঞতা তো খুবই ভালো।

ইটিভি ভারত: আর পরিচালক টিনু সুরেশ দেশাই?
দিব্যেন্দু: আমার বন্ধুপ্রতীম। খুব কাছের মানুষ। সবদিকে নজর থাকে ওনার। ওয়ান ম্যান আর্মি বলা যায় ওনাকে। সব কাজ একা সামলে দেওয়ার ক্ষমতা রাখেন টিনু সুরেশ দেশাই।

ইটিভি ভারত: বাংলাকে ছেড়ে এতদিন ধরে মুম্বইয়ে। সেই কারণেই কি বাংলা ছবি বা সিরিজে সেইভাবে আপনাকে দেখা যায় না?
দিব্যেন্দু: ভালো চরিত্র পেলেই দেখতে পাবেন। সবারই ধারণা আমি কেবল পুলিশ কিংবা ভিলেনের চরিত্র করি। কিন্তু তা তো নয়। আমি বিভিন্ন ধরনের চরিত্র করতে চাই। একই ধরনের চরিত্রের অফার আসলে করি কেমন করে? ভালো চরিত্র পেলে নিশ্চয়ই করব। আর বাংলাকে আমি ছেড়ে দিইনি। বাংলায় আমার বাড়ি আছে। আমার পরিবার ওখানে থাকে। ওখানে আমি প্রায়ই যাই।

ইটিভি ভারত: বাংলা সিনেমা এবং সিরিজে আজকাল নানা বিষয় নিয়ে কথা বলা হয়। আপনি কী বলবেন সেই সব কাজ নিয়ে?
দিব্যেন্দু: সত্যি কথা বলতে কি, আমার সেভাবে দেখা হয় না। যে সব ছবির প্রচুর তারিফ শুনি সেগুলোও দেখা হয় না। নিজের হিন্দি কাজগুলোও দেখা হয় না। এতটাই ব্যস্ত থাকি। আমার বাংলা ছবি নিয়েও তাই কিছুই বলার নেই।

ইটিভি ভারত: আপনি তো থিয়েটার শিল্পীও বটে।
দিব্যেন্দু: বিলক্ষণ। বেহালা, রাসবিহারী, কালীঘাটে আমাদের দল আছে। 1988 সাল থেকে আমি থিয়েটার করি।

Last Updated : Sep 12, 2023, 7:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details