কলকাতা, 3 জানুয়ারি:দুই হাতে বন্দুক নিয়ে ছুটছেন আবির চট্টোপাধ্য়ায় । পরনে লম্বা জ্যাকেট, মাথায় সাহেবী টুপি । চারদিকে অপরাধের বাতাবরণ। শহরে ঢুকে পড়েছে 'বাদামী হায়না'র দল । কী বাদামী হায়না ? আসলে তারা একটি বিপজ্জনক গ্যাং ৷ আর তাদের থেকে ফিরতেই বাঙালিকে আবার ফিরতে হবে শ্রী স্বপনকুমারের বটতলার ডিটেক্টিভ দীপক চ্যাটার্জির কাছে । সে-ই দমন করবে অপরাধ । এখন প্রশ্ন কে এই দীপক চ্যাটার্জি? দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'বাদামী হায়নার কবলে' ছবির দীপক চ্যাটার্জির চরিত্রে সকলের প্রিয় ব্যোমকেশ, আবির চট্টোপাধ্যায় । হাজির হয়েছে ছবির রোমহষর্ক ট্রেলার ।
হইচই এই প্রথমবার বড়পর্দায় নিয়ে আসছে তাদের নতুন ছবি ৷ হইচই স্টুডিয়োসের প্রযোজনায় আসছে এই নতুন ছবি ৷ সম্প্রতি ছবির ট্রেলার শেয়ার করে নির্মাতারা লিখেছেন, "কলকাতা শহরে বাদামী হায়না আসছে, শুধু এইটুকু জানা গেছে যে এটা একটা বিপজ্জনক গ্যাং। আর এর হাত থেকে বাঁচতে বাঙালিকে ফিরতে হবে শ্রীস্বপনকুমারের বটতলার ডিটেক্টিভের কাছে, বাঙালিকে ফিরতে হবে দীপক চ্যাটার্জীর কাছে!"
আবির চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌতম হালদার, শ্রুতি দাস, প্রতীক দত্ত-সহ আরও অনেকে । লেখক স্বপনকুমারের চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায় । চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেবালয় ভট্টাচার্য স্বয়ং। হইচই স্টুডিয়োসের প্রথম বড় পর্দার ছবিতে পরিচালক হিসেবে কাজ করতে পেরে আপ্লুত দেবালয় ভট্টাচার্য । স্বপনকুমারের এই গোয়েন্দা নিয়ে ঠাট্টা তামাশা হত এক সময় ৷ তিনি নাকি দুই হাতে দু'টি বন্দুক নিয়ে আবার এক হাতে একটি টর্চ নিয়ে রহস্য সন্ধান করেন ৷ ছবিতেও সেই নিয়ে ঠাট্টা করতে দেখা যাবে দীপককে ৷ অ্যাকশনধর্মী এই ছবির পরতে পরতে রয়েছে রহস্য এবং রোমাঞ্চ। 12 জানুয়ারি মুক্তি পেতে চলেছে 'বাদামী হায়নার কবলে'।
সম্প্রতিই মুক্তি পেয়েছে সুমন ঘোষের 'কাবুলিওয়ালা'। সেখানে মিনির বাবার চরিত্রে অভিনয় করেছেন আবির । দর্শকের নজর কেড়েছেন তিনি। ওদিকে গতকালই জানা গিয়েছে রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধছেন আবির । রাজের সঙ্গে পাক্কা দশ বছর পর কাজ করতে চলেছেন অভিনেতা । বুদ্ধদেব গুহ'র উপন্যাস অবলম্বনে রাজ চক্রবর্তী বানাচ্ছেন ভালোবাসার ছবি 'বাবলি'।
আরও পড়ুন:
- সমালোচনা উড়িয়ে সুপারহিটের হ্যাটট্রিক শাহরুখের; 400 কোটির ক্লাবে 'ডাঙ্কি'
- নতুন বছরের প্রথম দিনে প্রেমে মজলেন ভিক্যাট
- ওটিটির হাত ধরে 'নাইট কুইন' পূজা, আসছে 'ক্যাবারেট'