পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Abir as Detective: বড় পর্দায় নতুন গোয়েন্দার রূপে আবির, লেখকের চরিত্রে পরাণ - বাদামী হায়নার কবলে

বড় পর্দায় 'বাদামী হায়নার কবলে' ছবিতে গোয়েন্দা রূপে এ বার দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে ৷ লেখকের চরিত্রে থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ৷

Abir as Detective
Abir as Detective

By

Published : May 17, 2023, 6:32 PM IST

কলকাতা, 17 মে:ফেলুদা, ব্যোমকেশ, মিতিন মাসি, একেন বাবু, সোনাদার পর বাংলা ফিল্মে নতুন গোয়েন্দার আগমন । হইচই স্টুডিয়োজ নিয়ে আসছে তাদের প্রথম বড় পর্দার ছবি । আর তা আসছে দেবালয় ভট্টাচার্যর পরিচালনায় । লেখক স্বপন কুমারের লেখা অবলম্বনে নতুন গোয়েন্দা গল্প 'বাদামী হায়নার কবলে'। গল্পের গোয়েন্দা দীপক চট্টোপাধ্যায়ের ভূমিকায় থাকছেন আবির চট্টোপাধ্যায় । আর লেখক স্বপন কুমারের ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে ।

সম্প্রতি মুক্তি পেয়েছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'ফাটাফাটি'। সেখানে ফুল্লরা থুড়ি ঋতাভরীর স্বামী বাচস্পতির চরিত্রে দর্শকের হৃদয়হরণ করেছেন আবির । আপাদমস্তক সংসারী এবং প্রেমিক মনের মানুষ এই বাচস্পতি । সত্যান্বেষী ব্যোমকেশ থেকে সোনাদা এবং বাচস্পতি সব রকমের চরিত্রের জন্যই যে তিনি ফিট, তা তিনি প্রমাণ করেছেন বারবার । আর এ বার আরও এক গোয়েন্দার রূপে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে ।

রহস্য রোমাঞ্চ গল্পের প্রখ্যাত লেখক স্বপন কুমারের লেখা ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বনে পরিচালক দেবালয় ভট্টাচার্য বানাতে চলেছেন তাঁর আগামী ছবি এই একই নামে । ছবিতে গোয়েন্দা দীপক চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে আবিরকে । ছবির প্রযোজনায় হইচই স্টুডিয়োজ ।

আবির এই ছবিতে হাতে নেবেন টর্চ ও বন্দুক । ছবি প্রসঙ্গে দেবালয় ভট্টাচার্য বলেন, "হইচই স্টুডিয়োজের প্রথম কাজ আমার পরিচালনাতে, তাই ভীষণ এক্সাইটেড আমি । এই গল্প থ্রিলার এবং অ্যাকশনধর্মী । মে মাসেই শুটিং শুরু হবে এই ছবির ।"

আবির চট্টোপাধ্যায় এই ছবি নিয়ে বলেন, "শুধু নতুন গোয়েন্দা হিসেবে নিজেকে দেখব এবং সবাই আমাকে দেখবে বলে নয়, হইচই স্টুডিয়োজের প্রথম বড় পর্দার কাজে নিজেকে দেখতে পাব বলেও আমি ভীষণ আপ্লুত । আমার মনে হয় দর্শক যেভাবে হইচইয়ের ওটিটি-কে ভালোবেসেছেন সেভাবে সিনেমাকেও ভালোবাসবেন ।" এই কালীপুজোতেই ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন:পুরোহিতের ঘরে আশ্রয় পেল 'ফতেমা', রাহুলের নতুন ছবিতে ধার্মিক টানা পোড়েনের গল্প

ABOUT THE AUTHOR

...view details