কলকাতা, 17 মে:ফেলুদা, ব্যোমকেশ, মিতিন মাসি, একেন বাবু, সোনাদার পর বাংলা ফিল্মে নতুন গোয়েন্দার আগমন । হইচই স্টুডিয়োজ নিয়ে আসছে তাদের প্রথম বড় পর্দার ছবি । আর তা আসছে দেবালয় ভট্টাচার্যর পরিচালনায় । লেখক স্বপন কুমারের লেখা অবলম্বনে নতুন গোয়েন্দা গল্প 'বাদামী হায়নার কবলে'। গল্পের গোয়েন্দা দীপক চট্টোপাধ্যায়ের ভূমিকায় থাকছেন আবির চট্টোপাধ্যায় । আর লেখক স্বপন কুমারের ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে ।
সম্প্রতি মুক্তি পেয়েছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'ফাটাফাটি'। সেখানে ফুল্লরা থুড়ি ঋতাভরীর স্বামী বাচস্পতির চরিত্রে দর্শকের হৃদয়হরণ করেছেন আবির । আপাদমস্তক সংসারী এবং প্রেমিক মনের মানুষ এই বাচস্পতি । সত্যান্বেষী ব্যোমকেশ থেকে সোনাদা এবং বাচস্পতি সব রকমের চরিত্রের জন্যই যে তিনি ফিট, তা তিনি প্রমাণ করেছেন বারবার । আর এ বার আরও এক গোয়েন্দার রূপে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে ।
রহস্য রোমাঞ্চ গল্পের প্রখ্যাত লেখক স্বপন কুমারের লেখা ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বনে পরিচালক দেবালয় ভট্টাচার্য বানাতে চলেছেন তাঁর আগামী ছবি এই একই নামে । ছবিতে গোয়েন্দা দীপক চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে আবিরকে । ছবির প্রযোজনায় হইচই স্টুডিয়োজ ।