পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Abhishek New Film: 'আমার করা সবচেয়ে ভয়ংকর চরিত্র', 'অপূর্ব' ছবি নিয়ে বললেন বাঙালি অভিনেতা অভিষেক - নাগেশ ভাট

মুক্তি পেয়েছে নিখিল নাগেশ ভাট পরিচালিত 'অপূর্ব' ছবির ট্রেলার ৷ ছবিতে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Abhishek New Film
অপূর্ব ছবির ট্রেলার

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 4:11 PM IST

কলকাতা, 27 অক্টোবর:নিখিল নাগেশ ভাট পরিচালিত 'অপূর্ব' ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার । 'অপূর্ব' ছবিতে উঠে আসবে একটি সাধারণ মেয়ের গল্প । যে অনবরত অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয় । একদিন খুব বিপজ্জনক এক পরিস্থিতিতে পড়ে সে । এরপর তার থেকে সে কীভাবে পরিত্রাণ পায় তাই নিয়েই 'অপূর্ব' ছবির গল্প । অপুর্বর চরিত্রে অভিনয় করেছেন তারা সুতারিয়া । আর এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলার অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
ছবিতে অভিষেকের চরিত্রের নাম মান্না । তাঁর ভূয়সী প্রশংসা করে পরিচালক বলেন, "অভিষেক তাঁর এই চরিত্রের জন্য স্মরণীয় হয়ে থাকবে । আমি মনে করি, অভিষেক 'অপূর্ব' ছবিতে যে মুন্সিয়ানা দেখিয়েছন তা তাঁকে আরও এগিয়ে নিয়ে যাবে ।"
অন্যদিকে অভিষেক বলেন, "আমি আজ পর্যন্ত যতগুলি চরিত্রে অভিনয় করেছি 'অপূর্ব' ছবিতে আমার মান্না চরিত্রটি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর চরিত্রগুলির মধ্যে একটি । প্রতিটি দৃশ্যে বিপদের সংকেত বয়ে এনেছি আমি । যা বেশ চ্যালেঞ্জিং ছিল । তবে, জার্নিটা দুর্দান্ত ছিল । 15 নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে ছবিটি মুক্তি পাবে । আশাকরি, সবার ভালো লাগবে ।"

আরও পড়ুন:'প্রেম বারবার এসেছিল এইভাবেই !' দীপিকা অনুষ্কাকে একই অনুভূতি প্রকাশ করে সমালোচনার মুখে রণবীর

এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ধৈর্য কারওয়া, রাজপাল যাদবের মতো তারকারা । জানা গিয়েছে, ছবির শুটিং হয়েছে চম্বলে । নায়িকা তারা সুতারিয়াও এই ছবি নিয়ে আশাবাদী । তিনি বলেন, "আমাদের ছবির প্রথম লুকটি যে বিপুল ভালবাসা এবং প্রশংসা পেয়েছে তাতে আমি অভিভূত । এটি আমার জন্য আজীবন একটি উল্লেখযোগ্য চরিত্র হয়ে থাকবে । দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ।"রাজপাল যাদব একটি ভয়ঙ্কর চরিত্রে অভিনয় করেছেন । ধৈর্য রয়েছেন তারা সুতারিয়ার প্রেমিকের চরিত্রে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে স্টার স্টুডিয়োস।

ABOUT THE AUTHOR

...view details