পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Abar Proloy Teaser: আসছে 'আবার প্রলয়', টিজারমুক্তির দিনক্ষণ জানালেন পরিচালক - Abar Proloy Teaser Release Date

আসছে রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়' সিরিজের টিজার ৷ বৃহস্পতিবার সামনে এল দিনক্ষণ ৷

Abar Proloy Teaser
আসছে আবার প্রলয় সিরিজের টিজার

By

Published : Jun 29, 2023, 6:16 PM IST

কলকাতা, 29 জুন: 'আবার প্রলয়' আসছে ৷ ঝড় নিয়ে সতর্কবার্তা ইতিমধ্য়েই জারি করেছেন রাজ-শুভশ্রী থেকে শাশ্বত চট্টোপাধ্যায় সকলেই ৷ প্রথম কবে এই তুফানের ল্যান্ডফল টের পাবেন অনুরাগীরা এবার সামনে এল সেই দিনক্ষণ ৷ বৃহস্পতিবার তাঁর নতুন সিরিজ 'আবার প্রলয়'-এর আরও একটি পোস্টার শেয়ার করে অনুরাগীদের নিজেই সেই খবর জানালেন রাজ ৷ ক্রাইমব্রাঞ্চের স্পেশাল ইনসপেক্টর অনিমেষ দত্ত এবার পা রাখবেন সুন্দরবন উপকূলে ৷ আর তারপর কী ঘটবে? তার প্রথম ঝলক সামনে আসতে চলেছে খুব তাড়াতাড়ি ৷

রাজ এদিন তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন আরও একটি পোস্টার ৷ আগের পোস্টারগুলিতে সুকৌশলে শাশ্বত চট্টোপাধ্য়ায়ের নতুন লুকটিকে আড়ালে রাখা হয়েছিল ৷ তবে এবার প্রায় অনেকটাই সামনে এসেছে ৷ যদিও অভিনেতার মুখ খুব স্পষ্টভাবে বোঝা যায়নি নয়া পোস্টারে ৷ তবে তাঁর পরনে রয়েছে লেদার জ্যাকেট আর জিন্স, পায়ে ভারী বুট আর চোখে কালো চশমা ৷ হাত দু'টো তিনি রেখেছেন পকেটেই ৷

30 জুন আসছে আবার প্রলয় সিরিজের টিজার

অনিমেষ দত্ত যেমন বিখ্য়াত তার লুকের জন্য় তেমনই বিখ্যাত তার সংলাপের জন্যও ৷ এই অফিসার নির্দ্বিধায় বলতে পারে, "কবি বলেছিলেন, মেলাবেন তিনি মেলাবেন...আমি 'ম' বলি না..." কিংবা "আমি দু'টো জিনিসে বিশ্বাস করি লাথ আর হাত ৷" আর সেই সংলাপেরই কিছু ঝলক আবারও শুনতে পাবেন অনুরাগীরা ৷ পরিচালক জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ 30 জুন আসতে চলেছে এই সিরিজের টিজার ৷

আরও পড়ুন:বিবাহ বিচ্ছেদের পথে জিতু নবনীতা, সোশাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী

যদিও সিরিজের মুক্তির তারিখ এখনও জানা যায়নি ৷ তবে এটুকু জানা গিয়েছে খুব তাড়াতাড়ি জি ফাইভ ওটিটি'তে আসবে 'আবার প্রলয়' ৷ এর আগে পরাণ বন্দোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, মিমি চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীদের দেখা গিয়েছিল 'প্রলয়' ছবিতে ৷ 2013 সালে মুক্তি পেয়েছিল রাজের এই এপিক থ্রিলার ৷ এবার অবশ্য় কাদের দেখা যাবে এই নতুন সিরিজে, তা এখনও জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details