পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Laal Singh Chaddha Trailer : আইপিএল ফাইনালের আবহেও প্রথমদিনেই সোশ্য়াল মিডিয়া কাঁপাল আমিরের 'লাল সিং চাড্ডা'র ট্রেলার - আইপিএল ফাইনালের আবহেও প্রথমদিনেই সোশ্য়াল মিডিয়া কাঁপালো আমিরের লাল সিং চাড্ডার ট্রেলার

রবিবার সন্ধ্যায় সামনে এসেছে 'লাল সিং চাড্ডা'-র ট্রেলার ৷ আর প্রথমদিনেই দর্শকদের মন জয় করে নিলেন মিস্টার পারফেকশনিস্ট (Laal Singh Chaddha Trailer Took The Social Media by Strome)৷

Laal Singh Chaddha Trailer
আইপিএল ফাইনালের আবহেও প্রথমদিনেই সোশ্য়াল মিডিয়া কাঁপালো আমিরের 'লাল সিং চাড্ডা'র ট্রেলার

By

Published : May 30, 2022, 11:20 AM IST

মুম্বই, 30 মে :মিস্টার পারফেকশনিস্ট আমির খান কথা দিয়েছিলেন তাঁর নতুন ছবির ট্রেলার মুক্তি পাবে আইপিএল-এর ফাইনালের ধামাকার মাঝেই ৷ সেই সূত্র ধরেই রবিবার সন্ধ্যায় সামনে এসেছে 'লাল সিং চাড্ডা'-র ট্রেলার ৷ এর আগে ছবির গান সামনে আনলেও কোনও ভিডিয়ো সামনে আসতে দেননি আমির ৷ তাই তাঁর বহু প্রতিক্ষিত এই ছবির প্রথম ঝলক দেখতে আগ্রহ চরমে পৌঁছেছিল দর্শকদের মধ্য়ে ৷ প্রথমদিনেই তাঁর প্রমাণ দিচ্ছে প্রায় তিন মিনিটের এই ক্লিপিংটি ৷ ইতিমধ্যেই এই ভিডিয়োটি দেখে ফেলেছেন দু' কোটির কাছাকাছি মানুষ ৷

ট্রেলারে লাল সিং চাড্ডার সাধারণ আবেগি কাহিনির ঝলকই সামনে এসেছে ৷ একজন নিরিহ সরল সাধাসিধে মানুষ লাল সিং ৷ যাঁর ছোটবেলা থেকেই নানা সমস্যা রয়েছে ৷ তিনি একটু বোকাসোকা এমনকী তার পায়েও ছোটবেলায় একটি সমস্য়া ছিল ৷ কিন্তু মায়ের জেদেই লাল ধীরে ধীরে প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্যের মুখ দেখতে শুরু করেন ৷ লাল সিংয়ের প্রেমিকার চরিত্রে দেখা যাবে করিনা কাপুরকে ৷ তাঁদের মধ্যে একটি মিষ্টি কেমিস্ট্রিরও আভাস মিলেছে, আবার রয়েছে বিরহের আভাসও ৷ ট্রেলারে শোনা গিয়েছে আমিরের নিজেরই ভয়েসওভার ৷ যা ফের একবার রাজকুমার-আমির জুটির 'পিকে'র স্মৃতিকে চাঙ্গা করে দেয় ৷

আরও পড়ুন : সিধুর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, শোকজ্ঞাপন রণবীর, ভূমি, মিকাদের

আমিরের মায়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মোনা সিংকে ৷ 'সিক্রেট সুপারস্টার' ছবির পর ফের একবার একসঙ্গে কাজ করছেন আমির খান এবং পরিচালক অদ্বৈত চন্দন ৷ আমির খান প্রোডাকশন, কিরণ রাও এবং ভায়াকম 18 স্টুডিয়োস প্রযোজিত এই ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 11 অগস্ট ৷ তবে ইতিমধ্য়েই ট্রেলারটি যে সাড়া ফেলেছে দর্শকমহলে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷

ABOUT THE AUTHOR

...view details