পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

কমিশনের নির্দেশ সত্ত্বেও ক্রেস ভ্যান দেখা গেল না ভোটকেন্দ্রে - Alipurduar

কমিশনের গাইডলাইন রয়েছে। তা সত্ত্বেও ক্রেস ভ্যান দেখা গেল না ভোটকেন্দ্রে

মহিলা ও তাঁর মেয়ে

By

Published : Apr 12, 2019, 10:00 AM IST

Updated : Apr 12, 2019, 12:36 PM IST

জলপাইগুড়ি, 12 এপ্রিল : বাচ্চাদের নিয়ে ভোট দিতে গিয়ে অসুবিধার মুখে পড়তে হত মায়েদের। বিষয়টি মাথায় রেখে ভোটগ্রহণ কেন্দ্রে ক্রেস ভ্যান রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু, গতকাল প্রথম দফার নির্বাচনে আলিপুরদুয়ারের একাধিক বুথে ক্রেস ভ্যান ছিল না।

এরকমই একটি ভোটগ্রহণ কেন্দ্রে গেছিলেন ETV ভারতের প্রতিনিধি। আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামের 12/179 বুথে গিয়ে দেখা যায়, একজন মহিলা মেয়েকে কোলে নিয়ে ভোট দিতে আসছেন। বুথের সামনে এসে অপর এক মহিলার কাছে মেয়েকে রাখতে দেন। তারপর লাইনে দাঁড়িয়ে ভোট দেন। সে প্রসঙ্গে বুথের প্রিজ়াইডিং অফিসার অরবিন্দ সরকার বলেন, "আমাদের কর্মী বা পুলিশকর্মীদের কাছে বাচ্চা রেখে মহিলারা ভোট দিচ্ছেন।"

আর এখানেই উঠছে প্রশ্নচিহ্ন? নির্বাচন কমিশনের তরফে ভোটগ্রহণ কেন্দ্রে বাচ্চাদের জন্য আলাদা ক্রেস ভ্যান থাকার গাইডলাইন চালু হয়েছে। পাশাপাশি, বাচ্চাকে রাখার জন্য একজন ট্রেনি সহায়িকাকেও থাকতে হবে। তারপরও তা কেন মানা হচ্ছে না? তা নিয়ে প্রিজ়াইডিং অফিসারের জবাব, "কমিশনের তো অনেক নিয়ম রয়েছে। কিন্তু, সব নিয়ম মানা হয় কোথায়।"

ক্রেস ভ্যান না থাকার বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক অফিসার স্বীকার করে নেন। তাঁর বক্তব্য, দুই কেন্দ্রের প্রতিটি বুথে বাচ্চাকে সামলানোর মতো পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী তাঁদের হাতে নেই।

অপরদিকে ওই মহিলা বলেন, "এখানে বাচ্চাদের রাখার ক্রেস থাকলে তো ভালো হত।" একই বক্তব্য অপর এক মহিলার। ছেলেকে নিয়ে ভোট দিতে এসেছিলেন তিনি। বলেন, "ভোটদান কেন্দ্রে বিভিন্ন ব্যবস্থা থাকবে বলে শুনেছিলাম। এখানে সেরকম কিছু দেখিনি। তবে, আমার ছেলে কিছুটা বড় হওয়ায় ভালোভাবেই ভোট দিতে পেরেছি। কিন্তু, বাচ্চা ছোটো হলে সমস্যার মুখে পড়তে হবে।"

দেখুন ভিডিয়ো
Last Updated : Apr 12, 2019, 12:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details