ইসলামপুর, 19 এপ্রিল : EVM-র সামনে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি । কেউ ভোট দিতে এলেই তাঁকে EVM পর্যন্ত এগিয়ে দিচ্ছেন । কোথায় ভোট দিতে হবে তা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন । তিনি চলে যাওয়ার পর একই কাজ করছেন আর একজন। আর পুরোটাই প্রিজ়াইডিং অফিসার ও অন্য ভোটকর্মীদের সামনেই হচ্ছে। কিন্তু, তাঁরা টু শব্দটিও উচ্চারণ করছেন না । এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকের দাবি, দ্বিতীয় ব্যক্তি ইসলামপুর ব্লকের রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য হাফিজ়উদ্দিন। যদিও ভাইরাল হওয়া এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত।
গতকাল দ্বিতীয় দফায় রায়গঞ্জে ভোটগ্রহণ হয় । ভোটের পর থেকে সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়ে । যেখানে দেখা যাচ্ছে, বুথের মধ্যে অনেকে ভোট দিতে আসছেন । ভোটদাতাদের অধিকাংশই মহিলা । আর EVM-র ঠিক সামনেই কালো প্যান্ট ও সাদা জামা পরে দাঁড়িয়ে রয়েছেন ওই ব্যক্তি । ভোটারদের দেখিয়ে দিচ্ছেন, EVM-এ কোন বোতাম টিপতে হবে । কারও বুঝতে অসুবিধা হলে রীতিমতো ভোটদানের ঘেরা জায়গায় ঢুকে কোন প্রতীকে ভোট দিতে হবে, তা দেখিয়ে দিচ্ছেন । কিছুক্ষণ পর দেখা যায়, সাদা পাঞ্জাবি পরে অপর এক ব্যক্তি সেই একইভাবে কোথায় ভোট দিতে হবে তা দেখিয়ে দিচ্ছেন । পাশে থাকা চেয়ারে একজন ভোটকর্মী হেলান দিয়ে বসে রয়েছেন। বুথের বাইরে দাঁড়িয়ে রয়েছে বন্দুকধারী রক্ষী।