পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

অর্জুন সিংকে নজরবন্দী করা হোক, কমিশনে দাবি তৃণমূলের - barrackpore

গতকাল সন্ধ্যায় ভাটপাড়ায় ঘটনার জেরে এবার অর্জুন সিংকে নজরবন্দী করার দাবি তুলল তৃণমূল কংগ্রেস । সূত্রের খবর, তৃণমূলের তরফে তাদের ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী দীনেশ ত্রিবেদী এই দাবি জানিয়ে মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিয়েছেন ।

অর্জুন

By

Published : May 1, 2019, 7:57 PM IST

কলকাতা, ১ মে : এবার অর্জুন সিংকে নজরবন্দী করার দাবি তুলল তৃণমূল কংগ্রেস । সূত্রের খবর, তৃণমূলের তরফে তাদের ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী দীনেশ ত্রিবেদী এই দাবি জানিয়ে মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিয়েছেন । সেই চিঠি কমিশনকে পৌঁছে দিয়েছেন তৃণমূল নেতা তাপস রায় । গতকাল সন্ধ্যায় ভাটপাড়ায় ঘটনার জেরে তৃণমূলের এই দাবি বলে সূত্রের খবর । তৃণমূলের অভিযোগ অর্জুন সিং-এর নেতৃত্বে সেখানে সন্ত্রাস চালিয়েছে BJP ।

গতকাল রাতে ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সকাল থেকে সেখানে জারি করা হয় 144 ধারা ৷ মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ এখন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্কে রয়েছে এলাকার মানুষ ৷ বন্ধ রয়েছে দোকানপাট ৷

স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ তালুকদার বলেন, "এই ঘটনা BJP ঘটিয়েছে ৷ ওরা বুঝতে পারছে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে ৷ গতকাল ভাটপাড়ার 13 নম্বর ওয়ার্ডে আমাদের সাংসদ দীনেশ ত্রিবেদী ও মদন মিত্র যে সভা করেছিলেন তাতে জনপ্লাবন হয়েছে ৷ তা দেখে ওরা সহ্য করতে না পেরে বোমা, গুলি মেরেছে ৷ এইসব করে তৃণমূল কংগ্রেসকে আটকাবে ? সেটা অসম্ভব ৷"

BJP-র তরফে পালটা অভিযোগ করা হয়, তৃণমূল নেতা মদন মিত্র কামারহাটি থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে ৷ পাশাপাশি এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ নিষ্ক্রিয় রয়েছে বলেও BJP-র তরফে অভিযোগ ।

ABOUT THE AUTHOR

...view details