বংশীহারী, 16 এপ্রিল : তাঁকে না জানিয়ে শেষ মুহূর্তে সভাস্থান পরিবর্তন করায় প্রশাসন থেকে জেলা নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে জেলা নেতৃত্বের উপর নিজের ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, "এরপর এরকম সভাস্থান পরিবর্তন হলে আমার জেলা নেতৃত্বরা একবার অন্তত জানাবেন। আপনারা আমাকে এটা না জানিয়ে ভুল করছেন।" পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন, "প্রশাসন নিজের ইচ্ছে মত এমন প্রত্যন্ত এলাকায় সভাস্থান বদল করেছে।"
প্রসঙ্গত আজ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বুনিয়াদপুর নারায়ণপুরের হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকায় বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সভাস্থান বদল করা হয়। মঞ্চ বাঁধা হয় এক ধানজমিতে। ফলে দলীয় কর্মী সমর্থকদের সভাস্থানে আসতে সমস্যায় পড়তে হয়। অভিযোগ শেষ মুহূর্তে মমতা সভাস্থল পরিবর্তন করা হলেও তা দলনেত্রীকে জানানো হয়নি।