পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

23 তারিখের পর সব পালটে যাবে, হামলা নিয়ে মন্তব্য দিলীপের - birbhum

বোলপুরে দলীয় প্রার্থী রামপ্রসাদ দাসকে নিয়ে রোড শো করেন দিলীপ ঘোষ । ছিলেন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় । প্রায় 3 কিলোমিটার রোড শো হয় ।

রোড শোয়ে দিলীপ

By

Published : Apr 21, 2019, 9:22 PM IST

বোলপুর, 21 এপ্রিল : "23 তারিখ পর্যন্ত BJP কর্মীদের উপর হামলা হবে । তারপর সব পালটে যাবে ।" বোলপুরে দলীয় প্রার্থী রামপ্রসাদ দাসের সমর্থনে রোড শোয়ে বেরিয়ে একথা বললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

রোড শোয়ে দিলীপ

আজ রোড শোয়ে গেলে তাঁকে BJP কর্মীদের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হয় । সেই প্রসঙ্গে তিনি একথা বলেন । বোলপুরে দলীয় প্রার্থী রামপ্রসাদ দাসকে নিয়ে রোড শো করেন দিলীপ ঘোষ । ছিলেন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় । প্রায় 3 কিলোমিটার রোড শো হয় ।

রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "BJP জিততে এসেছে । বীরভূমে দুটি আসনই আমরা জিতব । উনি (অনুব্রত মণ্ডল) বুঝে গেছেন, পাবলিকও বুঝে গেছে কী হতে যাচ্ছে । যেমন উত্তরবঙ্গে হয়েছে এখানেও তাই হবে ।"

অনুব্রত মণ্ডল বার বার বলছেন কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাবেন না । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "যে ভয় পায় সে এইরকম কথাই বলেন । যেমন আমি যদি বলি ভূতকে ভয় পাই না, মানে আমি ভূতকেই ভয় পাই ।"

ABOUT THE AUTHOR

...view details