পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

আমি ইন্দিরাজির মতো আপনাদের সেবা করে যাব : প্রিয়াঙ্কা - bjp

"আমি ইন্দিরাজির তুলনায় কিছুই নই । কিন্তু, দেশের জন্য সেবা করার যে ইচ্ছা তাঁর মনে ছিল সেটাই আমার ও দাদার মনে আছে । আপনারা চান বা না চান, আমরা আপনাদের সেবা করে যাব ।" গতকাল কানপুরে কংগ্রেস প্রার্থী শ্রীপ্রকাশ জয়সওয়ালের সমর্থনে রোড-শো করেন প্রিয়াঙ্কা । সেখানেই তিনি এই কথা বলেন ।

প্রিয়াঙ্কা

By

Published : Apr 20, 2019, 11:13 AM IST

কানপুর, ২০ এপ্রিল : তাঁর তুলনা করা হয় ঠাকুমা ইন্দিরা গান্ধির সঙ্গে । স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধি বঢরা গতকাল এই নিয়ে মুখ খুললেন । তিনি বলেন, "আমি ইন্দিরাজির তুলনায় কিছুই নই । কিন্তু, দেশের জন্য সেবা করার যে ইচ্ছা তাঁর মনে ছিল সেটাই আমার ও দাদার মনে আছে । কেউ আমাদের কাছ থেকে সেই ইচ্ছাটুকু ছিনিয়ে নিতে পারবে না । আপনারা চান বা না চান, আমরা আপনাদের সেবা করে যাব ।" গতকাল কানপুরে কংগ্রেস প্রার্থী শ্রীপ্রকাশ জয়সওয়ালের সমর্থনে রোড-শো করেন প্রিয়াঙ্কা । সেখানেই তিনি এই কথা বলেন ।

পরে সভা থেকে BJP-কে আক্রমণ করেন তিনি । বলেন, "দেশের নয়, BJP শুধু নিজেদের উন্নতি নিয়ে ভাবে । এছাড়া ওদের আর কোনও লক্ষ্য নেই । সরকার দু'ধরনের হয় । কেউ দেশের কথা ভাবে আর কেউ নিজেদের কথা ভাবে । BJP সরকার এই দ্বিতীয় ধরনের । ওরা আত্মপ্রচার ছাড়া কিছু জানে না ।”

তিনি আরও বলেন, "BJP-র বহু প্রতিশ্রুতি সত্ত্বেও কানপুরের কোনও উন্নতি হয়নি । ওরা তো বলেছিল কানপুরকে স্মার্ট সিটি বানাবে । কিন্তু কিছুই তো করল না । যুবকদের কাজ নেই । ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করছে কৃষকরা । আমরা বলেছি যে, প্রতি বছর দরিদ্রদের ৭২ হাজার টাকা দেব । ওদিকে BJP দাবি করেছে, অত টাকা নেই । অথচ, বড় বড় ব্যবসায়ীদের জন্য BJP-র কখনও টাকার অভাব হয় না ।" পাশাপাশি নোটবাতিল ও GST-র সিদ্ধান্তকে একহাত নেন ।

নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির মধ্যে তুলনা টেনে তিনি বলেন, "এই দুজনকে ভালো করে দাঁড়িপাল্লায় বসিয়ে দেখুন । একজন কোনও কিছু সহ্য করতে পারেন না । অপরজন প্রায় প্রতিদিনই অকথ্য অপমান সহ্য করে চলেছেন । তাঁর মা, বাবা, ঠাকুরমা সকলের নামেই বাজে কথা বলে যায় দিনের পর দিন । অথচ, তিনি (রাহুল গান্ধি) হাসিমুখে সব কথা শুনে যান । এটাই রাজনৈতিক ইচ্ছাশক্তি ।"

ABOUT THE AUTHOR

...view details