পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

প্রথম দফার আগেই রাজ্য়ে 230 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী - প্রথম দফা

প্রথম দফার ভোটে রাজ্য়ের সবক’টি বিধানসভা কেন্দ্রকেই স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ অশান্তি এড়াতে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী ৷ সব থেকে বেশি বাহিনী রাখা হচ্ছে পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়ায় ৷ কমিশন সূত্রে খবর, প্রথম দফার নির্বাচনের আগে 25 মার্চের মধ্যেই 230 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসবে ৷ এর মধ্যে পুরুলিয়ায় 74 কোম্পানি এবং পূর্ব মেদিনীপুরে 62 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা করা হবে ৷

west bengal assembly election 2021_wb_kol_01_maximum crpf to be deployed in purba medinipur and purulia
প্রথম দফার আগেই রাজ্য়ে 230 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

By

Published : Mar 17, 2021, 6:22 PM IST

কলকাতা, 17 মার্চ :রাজ্যের প্রথম দফার নির্বাচনে কমিশনের বিশেষ নজর পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়ায় ৷ এই দুই জেলায় নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে শুরু হয়েছে তৎপরতা ৷ অশান্তি এড়াতে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী ৷

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার নির্বাচনের আগে 25 মার্চের মধ্যেই 230 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসবে ৷ পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ৷ 230 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে পুরুলিয়ায় 74 কোম্পানি এবং পূর্ব মেদিনীপুরে 62 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা করা হবে ৷ যা প্রথম দফার নির্বাচনে সর্বাধিক বলেই দাবি কমিশন সূত্রের ৷ এছাড়া, পশ্চিম মেদিনীপুরে 33 কোম্পানি, ঝাড়গ্রামে 37 কোম্পানি এবং বাঁকুড়ায় 28 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ৷

প্রসঙ্গত, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হওয়ার অনেক আগে থেকেই শাসক শিবিরের বিরুদ্ধে ভোট লুঠের তত্ত্ব খাড়া করেছে বিরোধীরা ৷ তাদের অভিযোগ, সাম্প্রতিক নির্বাচনগুলির প্রত্যেকটিতেই ভোট লুঠ করেছে তৃণমূল কংগ্রেস ৷ বিরোধীদের আশঙ্কা, পর্যাপ্ত নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা না করা হলে আসন্ন বিধানসভা নির্বাচনেও একই পরিস্থিতি তৈরি হবে ৷

আরও খবর :মহকুমা শাসক ও মহকুমা পুলিশ শাসক পাবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা

বিরোধীদের অভিযোগ, রাজ্য়ের পুলিশ ও প্রশাসন কার্যত শাসক শিবিরের দলদাসে পরিণত হয়েছে ৷ তাই ভোট মরশুমে তাদের উপর ভরসা করা যায় না ৷ বিরোধীদের এই অভিযোগে তৎপর হয়েছে নির্বাচন কমিশনও ৷ ভোট শুরুর অনেক আগেই রাজ্য়ে আনা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ এমনকী, বহু জায়গায় ইতিমধ্যেই এরিয়া ডমিনেশন শুরু করে দিয়েছে তারা ৷

ABOUT THE AUTHOR

...view details