কলকাতা, 17 মার্চ :রাজ্যের প্রথম দফার নির্বাচনে কমিশনের বিশেষ নজর পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়ায় ৷ এই দুই জেলায় নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে শুরু হয়েছে তৎপরতা ৷ অশান্তি এড়াতে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী ৷
নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার নির্বাচনের আগে 25 মার্চের মধ্যেই 230 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসবে ৷ পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ৷ 230 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে পুরুলিয়ায় 74 কোম্পানি এবং পূর্ব মেদিনীপুরে 62 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা করা হবে ৷ যা প্রথম দফার নির্বাচনে সর্বাধিক বলেই দাবি কমিশন সূত্রের ৷ এছাড়া, পশ্চিম মেদিনীপুরে 33 কোম্পানি, ঝাড়গ্রামে 37 কোম্পানি এবং বাঁকুড়ায় 28 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ৷