কলকাতা, 4 ফেব্রুয়ারি: বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট৷ 2006 সালে বিধানসভা নির্বাচনের আগে এমনই স্লোগান শোনা গিয়েছিল সিপিএম-সহ অন্য বাম দলগুলির মুখে৷ এবার সেই একই ধরনের স্লোগান শোনা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে৷ এবার তিনি জানালেন, তৃণমূল কংগ্রেসের বিকল্প উন্নততর তৃণমূল কংগ্রেস৷
বৃহস্পতিবার কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের তরফে তফসিলি জাতি ও উপজাতিদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছিল৷ ওই সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন৷ তিনি জানান, তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল আরও উন্নত তৃণমূলের দিকে যাবে৷ তৃণমূল উন্নয়নের দিকে যাবে৷
বঙ্গ রাজনীতির যে রাজনৈতিক সন্ধিক্ষণে ভারতীয় জনতা পার্টি নিজেদের তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ, 2006 সালে এই স্লোগান দিয়েই আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরেছিল বামফ্রন্ট৷ ফলে কর্মীদের আত্মবিশ্বাস বাড়াতেই মমতা এদিন একথা বলেন বলে মন্তব্য করেছেন কোনও কোনও রাজনৈতিক পর্যবেক্ষক৷
কিন্তু এই একই স্লোগান ব্যবহার করেও 2011 সালের সাফল্য পায়নি বামফ্রন্ট৷ ভোটে হেরে মুখ্যমন্ত্রিত্ব হারাতে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে৷ সেবার বামেদের বিরুদ্ধে মানুষের ক্ষোভও ছিল মারাত্মক৷ সঙ্গে অনুঘটের কাজ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক আন্দোলন৷ এবারও দশ বছর আগেকার সেই পরিণতি হবে কি না, সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ৷ কারণ, এবারও বিভিন্ন ইস্যুতে মানুষের ক্ষোভ রয়েছে৷