পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

তৃণমূলের বিকল্প উন্নত তৃণমূল, মমতার স্লোগানে বামেদের ছায়া - গীতাঞ্জলি স্টেডিয়াম

বৃহস্পতিবার কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে আয়োজিত তফশিলি জাতি উপজাতি সম্মেলন ছিল তৃণমূলের৷ সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল আরও উন্নত তৃণমূলের দিকে যাবে৷ তৃণমূল উন্নয়নের দিকে যাবে৷

west bengal assembly election 2021_wb-kol-cm-mamta Banerjee-gitanjali-7209715
চাকরিপ্রার্থীর আচরণে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী

By

Published : Feb 4, 2021, 9:00 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট৷ 2006 সালে বিধানসভা নির্বাচনের আগে এমনই স্লোগান শোনা গিয়েছিল সিপিএম-সহ অন্য বাম দলগুলির মুখে৷ এবার সেই একই ধরনের স্লোগান শোনা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে৷ এবার তিনি জানালেন, তৃণমূল কংগ্রেসের বিকল্প উন্নততর তৃণমূল কংগ্রেস৷

বৃহস্পতিবার কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের তরফে তফসিলি জাতি ও উপজাতিদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছিল৷ ওই সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন৷ তিনি জানান, তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল আরও উন্নত তৃণমূলের দিকে যাবে৷ তৃণমূল উন্নয়নের দিকে যাবে৷

বঙ্গ রাজনীতির যে রাজনৈতিক সন্ধিক্ষণে ভারতীয় জনতা পার্টি নিজেদের তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ, 2006 সালে এই স্লোগান দিয়েই আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরেছিল বামফ্রন্ট৷ ফলে কর্মীদের আত্মবিশ্বাস বাড়াতেই মমতা এদিন একথা বলেন বলে মন্তব্য করেছেন কোনও কোনও রাজনৈতিক পর্যবেক্ষক৷

কিন্তু এই একই স্লোগান ব্যবহার করেও 2011 সালের সাফল্য পায়নি বামফ্রন্ট৷ ভোটে হেরে মুখ্যমন্ত্রিত্ব হারাতে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে৷ সেবার বামেদের বিরুদ্ধে মানুষের ক্ষোভও ছিল মারাত্মক৷ সঙ্গে অনুঘটের কাজ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক আন্দোলন৷ এবারও দশ বছর আগেকার সেই পরিণতি হবে কি না, সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ৷ কারণ, এবারও বিভিন্ন ইস্যুতে মানুষের ক্ষোভ রয়েছে৷

আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটছে৷ যেমন ঘটেছে বৃহস্পতিবার গীতাঞ্জলি স্টেডিয়ামেও৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা শুরু করতেই চাকরির দাবি জানিয়ে মঞ্চের পাশেই ব্যারিকেডের উপর উঠে চিৎকার শুরু করেন এক মহিলা৷ তাঁর এই আচরণে মেজাজ হারান মমতা৷ তৃণমূলনেত্রীর অভিযোগ, পরপর তাঁর সভাগুলি ভণ্ডুলের চেষ্টা করা হচ্ছে৷ এর জন্য সভায় কিছু লোক ঢুকিয়ে দেওয়া হচ্ছে৷ যাঁরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন৷

কিছুক্ষণের জন্য তিনি বক্তৃতা থামালেও পরে আবার বক্তৃতা শুরু করেন৷ তখন তিনি আগাগোড়া বিজেপিকে আক্রমণ করেন৷ মমতার অভিযোগ, ত্রিপুরায় বিজেপির সরকার গঠিত হওয়ার পরই সে রাজ্যের মানুষের কপাল পুড়েছে৷ এই বিষয়ে তিনি সম্প্রতি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যের প্রসঙ্গ টেনে আনেন৷

আরও পড়ুন:তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না, কর্মীরাই দলের নেতা: মমতা

যদিও কয়েকদিন আগে উত্তরবঙ্গের একটি জনসভায় মমতা অভিযোগ করেছিলেন যে বামেদের ভোট বিজেপিতে চলে যাচ্ছে৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, বামেদের ভোট বিজেপিতে গেলে কী হতে পারে, তার শিক্ষা তিনি ত্রিপুরা থেকে নেওয়ার পরামর্শই বাংলার মানুষকে দিয়েছেন তিনি৷ তাঁর আশঙ্কা, বিজেপি ক্ষমতায় এলে এই সুবিধাটুকুও পাবেন না রাজ্যের মানুষ৷ বাংলাকে বাঁচাতে এদিন ফের একবার বিজেপিকে সমবেতভাবে বর্জনের ডাক দেন মমতা৷

ABOUT THE AUTHOR

...view details