চন্দননগর, 4 এপ্রিল : মমতা বন্দ্য়োপাধ্য়ায় তাঁর হার স্বীকার করে নিয়েছেন ৷ এমনই দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ৷ রবিবার হুগলির চন্দননগর কুঠির মাঠে বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহের সমর্থনে সভা করেন তিনি ৷ সভামঞ্চে আদিত্যনাথ বলেন, ‘‘নন্দীগ্রামের নির্বাচনে আপনারা সকলেই দেখেছেন, একটা বুথে দু'ঘণ্টা ধরে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একজন বর্তমান মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতেও মুখ্যমন্ত্রী পদের দাবিদার, তিনি একটা বুথে দু'ঘণ্টা বসা মানে হার স্বীকার করা ছাড়া আর কিছুই নয়। সততার সঙ্গে হার স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সেটাই ভালোই ৷’’
আদিত্যনাথের অভিযোগ, তৃণমূল বুঝতে পেরেছে তারা হেরে যাবে ৷ সেই কারণেই মাঝমধ্যে ইভিএম কারচুপির অভিযোগ তুলছে ৷ এটাই তৃণমূলের স্বভাব বলে বার্তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ওঁরা যখন কিছু পান না, তখনই ইভিএমের উপর রাগ দেখান ৷ যখন এই ইভিএমে লড়েই ওঁরা জিতে যান, তখন ইভিএম ভগবান হয়ে যায় ৷ আর যখন তাঁদের কৃতকর্মের জন্য হেরে যান, তখন ইভিএমের উপর রাগ দেখান ৷ গালিগালাজ করেন ৷’’