জলপাইগুড়ি, 6 এপ্রিল :ভোট মরসুমে শিকেয় উঠেছে স্বাস্থ্যবিধি ৷ বিধানসভা নির্বাচনের প্রচারে মানা হচ্ছে না বিশেষজ্ঞদের নির্দিষ্ট করে দেওয়া কোভিড প্রোটোকল ৷ আর তার জেরেই লাগাতার বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ স্বাস্থ্য দফতরের আশঙ্কা ভোট শেষ হতে হতে পরিস্থিতি আরও খারাপ হবে ৷
মঙ্গলবার জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে সাংবাদিক সম্মেলন করেন করোনা মোকাবিলায় উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক (ওএসডি) সুশান্তকুমার রায় ৷ তাঁর বক্তব্য, নির্বাচনী জনসভায়, মিটিং, মিছিলে কোভিড বিধি মানা হচ্ছে না ৷ তাতে করোনার সংক্রমণ অত্যাধিক হারে বাড়তে পারে ৷ এই পরিস্থিতিতে ভোটের ফল ঘোষণার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে ৷ তখন রোগীদের পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব হয়ে উঠবে ৷
সুশান্ত রায়ের মতে, যেখানেই জনসভা করা হোক না কেন, সভামঞ্চে থাকা ভোটপ্রার্থীরা অন্তত জমায়েতে আসা মানুষকে মাস্ক পরতে বলুন ৷ তাঁদের বয়স অনুযায়ী টিকা নিতে বলুন ৷