পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

নির্বাচনী প্রচারে শিকেয় স্বাস্থ্যবিধি, উত্তরবঙ্গে বাড়ছে সংক্রমণ - কোভিড-19

ভোট মরশুমে মানা হচ্ছে না করোনা বিধি ৷ ফলে ভোট শেষ হওয়ার পর রাজ্য়জুড়ে সংক্রমণের হার মারাত্মকভাবে বাড়ার আশঙ্কা করছেন উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক (ওএসডি) সুশান্তকুমার রায় ৷

bengal election 2021_wb_jal_02_covid_protocol_7203427
নির্বাচনী প্রচারে শিকেয় স্বাস্থ্যবিধি, উত্তরবঙ্গে বাড়ছে সংক্রমণ

By

Published : Apr 6, 2021, 9:31 PM IST

জলপাইগুড়ি, 6 এপ্রিল :ভোট মরসুমে শিকেয় উঠেছে স্বাস্থ্যবিধি ৷ বিধানসভা নির্বাচনের প্রচারে মানা হচ্ছে না বিশেষজ্ঞদের নির্দিষ্ট করে দেওয়া কোভিড প্রোটোকল ৷ আর তার জেরেই লাগাতার বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ স্বাস্থ্য দফতরের আশঙ্কা ভোট শেষ হতে হতে পরিস্থিতি আরও খারাপ হবে ৷

ভোট শেষ হতে হতে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা ৷

মঙ্গলবার জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে সাংবাদিক সম্মেলন করেন করোনা মোকাবিলায় উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক (ওএসডি) সুশান্তকুমার রায় ৷ তাঁর বক্তব্য, নির্বাচনী জনসভায়, মিটিং, মিছিলে কোভিড বিধি মানা হচ্ছে না ৷ তাতে করোনার সংক্রমণ অত্যাধিক হারে বাড়তে পারে ৷ এই পরিস্থিতিতে ভোটের ফল ঘোষণার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে ৷ তখন রোগীদের পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব হয়ে উঠবে ৷

সুশান্ত রায়ের মতে, যেখানেই জনসভা করা হোক না কেন, সভামঞ্চে থাকা ভোটপ্রার্থীরা অন্তত জমায়েতে আসা মানুষকে মাস্ক পরতে বলুন ৷ তাঁদের বয়স অনুযায়ী টিকা নিতে বলুন ৷

আরও পড়ুন :করোনা বিধি মেনে কুলপিতে শুরু ভোটগ্রহণ

এদিক, উত্তরবঙ্গের জেলাগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ গত 10 দিনে দার্জিলিং জেলায় 174 জন, মালদায় 175 জন, উত্তর দিনাজপুরে 119 জন, দক্ষিণ দিনাজপুরে 51 জন, জলপাইগুড়িতে 47 জন, কালিম্পংয়ে 12 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক বলেই মত ওএসডি-র ৷

সুশান্ত রায় বলেন, উত্তরবঙ্গে করোনার চিকিৎসার জন্য বরাদ্দ রয়েছে 700রও বেশি শয্যা ৷ তিনি জানান, নির্বাচন চলাকালীন আধাসামরিক বাহিনীর কারও যদি করোনা হয়, তাহলে তাঁদের মেটেলির সেফ হোমে রাখা হবে ৷ করোনা কমে যাওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ কিন্তু ভোট মরশুমে সেগুলি ফের খোলা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details