পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

শীতলকুচিতে ইচ্ছা করেই কেন্দ্রীয় বাহিনী নামানো হয়নি, অভিযোগ দিলীপের

কোচবিহারের শীতলকুচিতে যখন তাঁর উপর হামলা হয়েছিল, তখন ইচ্ছাকৃতভাবেই কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হয়নি ৷ বৃহস্পতিবার জলপাইগুড়িতে এমনটাই অভিযোগ করেন দিলীপ ঘোষ ৷

bengal election 2021_wb_jal_02_dilip_ghosh_7203427
শীতলকুচিতে ইচ্ছা করেই কেন্দ্রীয় বাহিনী নামানো হয়নি, অভিযোগ দিলীপের

By

Published : Apr 8, 2021, 8:43 PM IST

জলপাইগুড়ি, 8 এপ্রিল :কোচবিহারে দিলীপ ঘোষের উপর হামলার সময় কেন্দ্রীয় বাহিনীকে ইচ্ছাকৃতভাবেই ব্যবহার করা হয়নি। জলপাইগুড়িতে এসে এমনই অভিযোগ করলেন স্বয়ং দিলীপ ঘোষ ৷

চতুর্থ দফার প্রচার শেষে বৃহস্পতিবার জলপাইগুড়িতে দিলীপ ঘোষ ৷

বৃহস্পতিবার বিকেলে চতুর্থ দফার নির্বাচনী প্রচার সেরে কোচবিহার থেকে জলপাইগুড়িতে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কেন্দ্রীয় বাহিনীর কিছু সীমাবদ্ধতা রয়েছে ৷ যেসব অঞ্চলে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে হবে ৷ স্থানীয় পুলিশ, প্রশাসনই তার ব্য়বস্থা করবে ৷ কিন্তু বহু ক্ষেত্রেই ইচ্ছাকৃতভাবে তা করা হচ্ছে ৷ কোচবিহারে তাঁর উপর হামলার সময়েও ইচ্ছাকৃতভাবেই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি ৷ এমনটাই মনে করছেন দিলীপ ৷

আরও পড়ুন :শীতলকুচিতে দিলীপের গাড়িতে হামলা, প্রতিবাদে বাঁকুড়ায় থানা ঘেরাও

এছাড়া, রাজ্য়ের পর্যটন মন্ত্রী তথা ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল বিধায়ক গৌতম দেবেরও সমালোচনা করেছেন দিলীপ ৷ তাঁর বার্তা, গৌতম দেব বুঝে গিয়েছেন তাঁর জেতার কোনও সম্ভাবনা নেই ৷ তাই তিনি এমন কিছু আচরণ করছেন, এমন সব কথা বলছেন, যেগুলো করা বা বলা উচিত নয় ৷

প্রসঙ্গত, সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে গৌতম দেবকে হুমকি দিতে দেখা গিয়েছে বলে দাবি সূত্রের ৷ মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, যাঁরা তৃণমূলকে ভোট দেবেন না, তাঁদের উচ্ছেদ করে দেওয়া হবে ৷ এদিন এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই গৌতম দেবের হার নিশ্চিত বলে দাবি করেন দিলীপ ঘোষ ৷

ABOUT THE AUTHOR

...view details