ভাঙড়, 21 মার্চ : আব্বাস সিদ্দিকীর অনুগামীদের বাড়ির সামনের রাস্তা কেটে দেওয়ার হুমকি দিলেন ভাঙড়ের ভোগালি-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাস্সের হোসেন ৷ শনিবার ভাঙড়ের কাঠালিয়া দাসপাড়ায় এলাকার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন পঞ্চায়েত প্রধান ৷
উল্লেখ্য, সম্প্রতি ‘‘এক হাতে স্বাস্থ্যসাথীর কার্ড নাও, আর অন্য হাতে তৃণমূলকে ভোট দাও’’ বলেও বিতর্কে জড়িয়েছিলেন এই মোদাস্সের হোসেন ৷ এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে ঘরে বসিয়ে ভোট করার কথা বলেও তিনি বিতর্কে জড়িয়েছিলেন। আর এবার আব্বাদ সিদ্দিকীর অনুগামীদের বাড়ির সামনের রাস্তা কেটে দেওয়ার হুমকি দিলেন প্রধান ৷