পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

রাস্তা কেটে দেওয়ার হুমকি, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক - রাস্তা কেটে দেওয়ার হুমকি

তৃণমূল নেতা তথা ভাঙড়ের ভোগালি-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাস্সের হোসেনের মন্তব্যে বিতর্ক ৷ আব্বাস সিদ্দিকীর অনুগামীদের বাড়ির সামনের রাস্তা কেটে দেওয়ার হুমকি পঞ্চায়েত প্রধানের ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী পথসভায় মোদাস্সের হোসেনের মন্তব্যে বিতর্ক ৷

bengal assembly election 2021_Wb_s24_01_bhangar_tmc_problem_wbs10024
রাস্তা কেটে দেওয়ার হুমকি, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

By

Published : Mar 21, 2021, 2:09 PM IST

ভাঙড়, 21 মার্চ : আব্বাস সিদ্দিকীর অনুগামীদের বাড়ির সামনের রাস্তা কেটে দেওয়ার হুমকি দিলেন ভাঙড়ের ভোগালি-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাস্সের হোসেন ৷ শনিবার ভাঙড়ের কাঠালিয়া দাসপাড়ায় এলাকার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন পঞ্চায়েত প্রধান ৷

প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন ভাঙড়ের ভোগালি-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাস্সের হোসেন ৷

উল্লেখ্য, সম্প্রতি ‘‘এক হাতে স্বাস্থ্যসাথীর কার্ড নাও, আর অন্য হাতে তৃণমূলকে ভোট দাও’’ বলেও বিতর্কে জড়িয়েছিলেন এই মোদাস্সের হোসেন ৷ এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে ঘরে বসিয়ে ভোট করার কথা বলেও তিনি বিতর্কে জড়িয়েছিলেন। আর এবার আব্বাদ সিদ্দিকীর অনুগামীদের বাড়ির সামনের রাস্তা কেটে দেওয়ার হুমকি দিলেন প্রধান ৷

আরও পড়ুন :ঘুঁটের বস্তার ভিতর মিলল বোমার মশলা

গতবারের নির্বাচনের সময়ে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য মোদাস্সেরকে শোকজ করেছিল কমিশন ৷ সেই ঘটনার পর এবারও ফের একবার ভোটের সময় তাঁর এই বিতর্কিত মন্তব্য সামনে এল ৷ মোদাস্সেরের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা ৷

ABOUT THE AUTHOR

...view details