বর্ধমান, 17 অক্টোবর : বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা ৷ মায়ের ঘট আনার মাধ্যমেই বর্ধমানে শারদ উৎসবের সূচনা হল আজ, শনিবার সকালে ৷ রীতি মেনে এদিন সকালে বর্ধমান শহরের কৃষ্ণসায়র থেকে রথে চাপিয়ে শোভাযাত্রা সহকারে মায়ের ঘট আনা হয়।
এমনিতে মহালয়ার পরের দিন প্রতিপদে দেবী সর্বমঙ্গলার জন্য ঘট আনা নিয়ম। কিন্তু চলতি বছরে মলমাস পড়ে যাওয়ায় মহালয়ার পরে এক মাস অপেক্ষা করতে হল ৷ এদিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হল ৷ প্রতিপদেই তাই আনা হল দেবী সর্বমঙ্গলার জন্য ঘট ৷ তবে ঘট আনার জন্য শোভাযাত্রা করা হলেও কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। শোভাযাত্রায় অংশ নেন রামকৃষ্ণ মিশনের মহারাজ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট মানুষজন। ঘট-স্থাপনের পর থেকে নবমী পর্যন্ত পুজো চলবে।
দেবী সর্বমঙ্গলার ঘট আসতেই সূচনা বর্ধমানের পুজোর
বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের ঘট আনার মাধ্যমেই বর্ধমানে শারদ উৎসবের সূচনা হল আজ৷ ঘট-স্থাপনের পর থেকে নবমী পর্যন্ত পুজো চলবে। তবে পুজো হলেও এবার মন্দিরে ভিড় করা যাবে না।
দেবী সর্বমঙ্গলার ঘট আসতেই সূচনা বর্ধমানের পুজোর
সর্বমঙ্গলা মন্দিরের প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য বলেন, "নিয়ম মেনে প্রতিপদে ঘোড়ার গাড়িতে করে বর্ধমানের কৃষ্ণসায়র থেকে ঘট আনা হয়। তবে পুজো হলেও এবার মন্দিরে ভিড় করা যাবে না। মন্দিরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গোল দাগও দেওয়া হয়েছে। সেই দাগে দাঁড়িয়েই দর্শনার্থীদের পুজো দিতে হবে।"