পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / crime

Newtown Pornography : নিউটাউন পর্ন কাণ্ডে চুঁচুড়া থেকে গ্রেফতার ক্যামেরাম্যান - শুভঙ্কর দে

নিউটাউন পর্ন কাণ্ডে এবার পুলিশের জালে ক্যামেরাম্যান ৷ শনিবার রাতে চুঁচুড়া থেকে অভিযুক্ত শুভঙ্কর দে-কে গ্রেফতার করেছে নিউটাউন থানার আধিকারিকরা ৷ পর্নোগ্রাফি কাণ্ডে ধৃত নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষকে জেরা করে শুভঙ্কর দে’র খোঁজ পায় পুলিশ ৷

newtown-pornography-case-cameraman-arrested-from-chunchura
Newtown Pornography : চুঁচুড়া থেকে গ্রেফতার ক্যামেরাম্যান

By

Published : Aug 1, 2021, 1:31 PM IST

কলকাতা, 1 অগস্ট : নিউটাউন পর্নোগ্রাফি (Pornography)-কাণ্ডে পুলিশের জালে চক্রের আরও এক অভিযুক্ত ৷ ধৃতের নাম শুভঙ্কর দে (Subhankar dey) ৷ পুলিশ সূত্রে খবর, ধৃত শুভঙ্কর দে পর্নোগ্রাফি শুটিংয়ে ক্যামেরাম্যান হিসেবে কাজ করত ৷ শনিবার রাতে হুগলির চুঁচুড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে নিউটাউন (Newtown) থানার পুলিশ ৷ অন্যদিকে পর্নোগ্রাফি কাণ্ডে ব্যবহার হওয়া স্টুডিয়োর মালিক সৃজিত চক্রবর্তীকে গড়ফার শরৎ পার্ক থেকে আটক করেছে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন নিউটাউন থানার তদন্তকারী আধিকারিকরা ৷

প্রসঙ্গত, জুলাই মাসে এ নিয়ে এক গৃহবধূ নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন ৷ যেখানে তিনি পুলিশকে জানান, মডেলিংয়ের নাম করে তাঁর ছবি তুলে পর্নসাইটে আপলোড করা হয়েছে ৷ যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতাপ ঘোষ নামে এক পেশাদার ফোটোগ্রাফারকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ ৷ জানা যায়, সে কলকাতা এবং শহরতলীতে পর্নোগ্রাফির ব্যবসা চালায় ৷ সেই তদন্ত চলাকালীন আরও দুই তরুণী নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন ৷ যেখানে অভিযোগ করা হয়, মডেলিংয়ের নাম করে নিউটাউনের এক হোটেলে তাঁদের পর্নোগ্রাফির শুট করানো হয় ৷ এর পরেই নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন :newtown porn case : নিউটাউনের পর্নকাণ্ডের সঙ্গে রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি কাণ্ডের কী যোগ রয়েছে ?

সেই মামলায় তদন্ত শুরু করে শুভঙ্কর দে নামে এক যুবকের নাম জানতে পারে পুলিশ ৷ ধৃত মৈনাক এবং নন্দিতার থেকে পুলিশ জানতে পারে শুভঙ্কর পর্নোগ্রাফি শুট করত ৷ এর পরই চুঁচুড়া থেকে শনিবার রাতে শুভঙ্করকে গ্রেফতার করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details