গড়িয়াহাট, 26 অক্টোবর : মাধ্যমিক ফেল ছেলের শখ ছিল ক্রাইম থ্রিলার দেখা । আর সেখান থেকেই একাধিক খুনের পরিকল্পনা । কিভাবে গা ঢাকা দিয়ে থাকা যায় তাও ভালভাবে জানে গড়িয়াহাট জোড়া-খুন কাণ্ডে পলাতক ভিকি হালদার । আদতে ঠান্ডা মাথায় কাজ করা ছেলে ৷ ঘটনার দিন সারারাত ডিউটি করার পর নিজের কোম্পানির মালিককে সে জানায় তার বাবা মারা গিয়েছে । দেড় হাজার টাকা লাগবে ৷ অভিযোগ, কোম্পানির থেকেও টাকা আত্মসাৎ করে পালায় ভিকি । যদিও তার বাবা বহাল তবিয়তেই রয়েছেন ।
ইতিমধ্যেই গড়িয়াহাট জোড়া-খুন কাণ্ডে তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । এই তিন জনের মধ্যে একজন পলাতক ভিকির আত্মীয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে । আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ভিকির এই স্বভাবের কথা জানতে পেরেছেন তদন্তকারীরা । গোয়েন্দারা জানাচ্ছেন, পকেটে টান পড়লে নিজেই সামনে আসবে ভিকি ।