পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dengue Situation in Siliguri: শিলিগুড়িতে 24 ঘন্টায় ডেঙ্গিতে আক্রান্ত 24 জন, চিন্তিত স্বাস্থ্য দফতর

লাফিয়ে শিলিগুড়িতে বাড়ছে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা (Dengue cases increasing in Siliguri) । 24 ঘন্টায় ডেঙ্গিতে আক্রান্ত 24 জন (Twenty four people infected with Dengue) । স্পর্শকাতর ওয়ার্ড রয়েছে চারটি । এ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর (Health Department) ।

Twenty four people suffering from dengue in last 24 hours in Siliguri
Dengue Situation in Siliguri

By

Published : Sep 8, 2022, 3:15 PM IST

Updated : Sep 8, 2022, 4:17 PM IST

শিলিগুড়ি, 8 সেপ্টেম্বর: শহরজুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত। লাফিয়ে বাড়ছে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা (Dengue cases increasing in Siliguri)। যার ফলে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর । গত 24 ঘন্টায় শুধুমাত্র শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation) এলাকায় 24 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে । এখনও পর্যন্ত শিলিগুড়ি পৌরনিগম এবং মহকুমা এলাকায় 207 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে । যার ফলে একদিকে যেমন আতঙ্কিত শহরবাসী অন্যদিকে, প্রশ্ন উঠছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের ভূমিকা নিয়ে ।

ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি বৈঠকে বসে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা (Health Department Officials)। কীভাবে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই কারণই খুঁজতে শুরু করেছে স্বাস্থ্য বিভাগ । ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে শিলিগুড়ি পৌরনিগমের চারটি ওয়ার্ডকে স্পর্শকাতর ওয়ার্ড হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, পৌরনিগমের 4, 5, 14 ও 42 নম্বর ওয়ার্ড স্পর্শকাতর । যার মধ্যে পাঁচ নম্বর ওয়ার্ড অতি স্পর্শকাতর ওয়ার্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে । গত 24 ঘন্টায় ডেঙ্গিতে আক্রান্ত 24 জনের মধ্যে আট জনই ওই ওয়ার্ডের বাসিন্দা । যার মধ্যে রয়েছে চারজন শিশু।

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম বলেন, "ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে । পৌরনিগম ইতিমধ্যে সেই বিষয়ে কাজ শুরু করেছে । পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে স্পর্শকাতর ওয়ার্ডে দ্রুত কাজ শুরু করতে বলা হয়েছে । ওই ওয়ার্ডে জমা জলের একটা সমস্যা রয়েছে । পাশাপাশি নিকাশি নালাতেও যাতে জমা জল না থাকে সেই সমস্যাও অস্থায়ীভাবে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে ।" পাশাপাশি দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMHO) তুলসী প্রামাণিক বলেন, "চারটি ওয়ার্ড স্পর্শকাতর । সেই ওয়ার্ডে কাজ শুরু হয়েছে । অন্যান্য ওয়ার্ডেও কিছু আক্রান্তের সংখ্যা রয়েছে । পাশাপাশি মাটিগাড়া ও বাগডোগরা এলাকাতেই নজর রাখা হচ্ছে।"

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পৌর এলাকাতে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি । জুলাই মাস পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ছিল 186 জন । ইতিমধ্যে ডেঙ্গি নিয়ে সতর্কতা অভিযান শুরু করেছে পৌরনিগম । তবে স্পর্শকাতর ওয়ার্ড নিয়ে বিশেষ পদক্ষেপ করছে স্বাস্থ্য বিভাগ ।

আরও পড়ুন:10 দিনেই কলকাতায় ডেঙ্গি আক্রান্ত ১৩০! যুদ্ধকালাীন তৎপরতা ফিরহাদদের

ইতিমধ্যে মশার লার্ভা দমনে পৌর এলাকার পাঁচটি বরোভিত্তিক এলাকায় আড়াই লক্ষ গাপ্পি মাছ ছাড়া হয়েছে । পাশাপাশি একশোটি ফগিং ও স্প্রেয়িং মেশিন কিনেছে পৌরনিগম । সেগুলিকেও ইতিমধ্যে কাজে লাগানো হয়েছে । পাশাপাশি ডেঙ্গি রোগীর চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিসিইউ ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে ।

শিলিগুড়িতে 24 ঘন্টায় ডেঙ্গিতে আক্রান্ত 24 জন
Last Updated : Sep 8, 2022, 4:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details