দার্জিলিং, 25 জুন : গ্রামের নির্বাচনেও তারকা প্রার্থী ৷ তাও আবার অভিনয় জগতের । শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে (Siliguri Mahakuma Parishad Elections 2022) আদিবাসী সম্প্রদায়ের ভোট টানতে জনপ্রিয় অভিনেত্রী রুমা রেশমি এক্কাকে (Ruma Reshmi Ekka) প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।
মূলত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ওঁরাও সম্প্রদায়ের প্রতিনিধি রুমা । রুমার বাড়ি ফাঁসিদেওয়া ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েত খারুভাঙ্গা এলাকায় । সেখানে থেকেই প্রথমে অভিনয় জগতে পা রেখেছিল রুমা । এবার মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্নকে চরিতার্থ করতে আবার স্বপ্নের উড়ানে চেপেছেন ওই শিল্পী ।
শিলিগুড়ি কলেজের পড়াশোনা শেষ করে স্নাতোকত্তর স্তরে ভারতনাট্যম নিয়ে পড়াশোনা করতে বেনারসে যাওয়া । 2018 সালে কলকাতায় চলচ্চিত্র ভবনে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা শুরু করেন রুমা । এরপর আদিবাসী আঞ্চলিক ভাষায় দুটি ছবি, ‘মোর স্বপ্ন’ ও ‘টেম্পার’-এ অভিনয় করে ইতিমধ্যেই আদিবাসী সমাজে ছাপ ফেলেছেন তিনি (Tribal Actress) ।
এছাড়াও টলিউডের ছবি ‘তোমায় আমায় মিলে’, ‘কিরিটি রায়’ ছবিতেও কাজ করেছেন উত্তরের এই শিল্পী । ঝাড়খণ্ডে একটি ডকুমেন্টারি থেকেই তিনি নিজের কাজ শুরু করেছিলেন । 2016 সাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি । 2020 সাল থেকে সক্রিয়ভাবে দলে যোগ দেন ।
মহকুমা পরিষদের ভোটে তৃণমূলের প্রার্থী আদিবাসী অভিনেত্রী রুমা রেশমি এক্কা বর্তমানে ফাঁসিদেওয়া ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক পদের দায়িত্বভার সামলাচ্ছেন তিনি । মানুষের পাশে থেকে মুখ্যমন্ত্রীর আদর্শেই কাজ করে যেতে চান রুমা । তাঁর দাবি, মানুষ যদি তাঁকে আশীর্বাদ করেন, তাহলে আগামীতে পিছিয়ে পড়া জনজাতির উন্নতিকে লক্ষ্য করে কাজ করে যাওয়াই লক্ষ্য । তিনি বলেন, “দল আমাকে সুযোগ দিয়েছে । আমি খুবই খুশি । মানুষ আমাকে কাজ করার সুযোগ দিলে আমি অবশ্যই মুখ্যমন্ত্রীর দেখানো পথেই উন্নয়নেক কাজ করে যাব ।”
প্রচারে বেরিয়ে কখনও বাড়ির গুরুজনদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেওয়া, আবার কখনও খুদেদের পড়াশোনার খোঁজখবর নেওয়া । বড় থেকে ছোট সকলকেই আপন করে নিচ্ছেন মহকুমা পরিষদের 9 নম্বর আসনের অভিনেত্রী প্রার্থী রুমা রেশমি এক্কাকে । সবসময় মুখে হাসি নিয়ে ভোটারদের কাছে গিয়েছেন তিনি । অভিনেত্রী প্রার্থীকে হাতের কাছে পেয়ে মজেছিলেন এলাকার ভোটাররাও ।
সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন মাত্র বছর দুয়েক । তার মাঝেই এইভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়ার কৌশল খুব ভালোভাবে রপ্ত করেছেন তিনি । যদিও সিনেমার পর্দা থেকে পায়ে হেঁটে মানুষের কাছে গিয়ে কথা বলার অভিজ্ঞতা তার কাছে অত্যন্ত প্রিয় বলে দাবি করেছেন প্রার্থী । তাঁর আরও দাবি, উন্নয়নের উপর ভরসা করে নির্বাচনে মানুষ তাদের ভোট দেবেন ।
তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প এনেছেন । সেগুলোর সুযোগ-সুবিধে মানুষ পাচ্ছেন । কাজেই আলাদা করে প্রচার করার চাপ নেই । বরং নিজের ভোট নিজেকেই দেওয়ার জন্য নেমন্তন্ন করছি ।" তিনি আরও যোগ করেন, "এতদিন পর্যন্ত পর্দায় সীমিত সংখ্যক মানুষের কাছে যেতে পেরেছি । তবে এখন দলের কল্যাণে মানুষের সুযোগ-সুবিধে জানার জন্য মানুষের কাছে যেতে পারছি যা বাড়তি পাওনা ।"
আরও পড়ুন :SMP Election 2022: পোস্টার-ব্যানার ছেঁড়ার প্রতিবাদে একজোট সব দল, রাজনৈতিক সৌজন্যের সাক্ষী শিলিগুড়ি