পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

NRC চালুর আগেই বঙ্গোপসাগরে ডুবে মরবে BJP : গৌতম দেব

বিনয়পন্থী মোর্চার সমর্থনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাইকে সঙ্গে নিয়ে রোড শো করলেন তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম দেব। মাটিগাড়া এক নম্বর অঞ্চলে রোড শো করেন তিনি। BJP-কে কটাক্ষ করতে ছাড়েননি গৌতম দেব ও অমর সিং রাই।

প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাইকে সঙ্গে নিয়ে গৌতব দেব

By

Published : Mar 30, 2019, 2:55 PM IST

Updated : Mar 30, 2019, 3:05 PM IST

শিলিগুড়ি, ৩০ মার্চ: "সাত মন তেলও পুড়বে না, রাধাও নাচবে না। BJP-র ক্ষমতায় আসার কোনও সম্ভাবনা নেই। ফেডেরাল স্ট্রাকচারে রাজ্য সরকারকে অস্বীকার করে NRC চালু হতে পারে না। তার আগেই বঙ্গোপসাগরে ডুবে মরবে BJP।" বললেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম দেব। আজ মাটিগাড়া এক নম্বর অঞ্চলে বিনয়পন্থী মোর্চার সমর্থনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাইকে সঙ্গে নিয়ে রোড শো করেন তিনি। মাটিগাড়া এক নম্বর অঞ্চলের সিংহভাগ এলাকাই পরিদর্শন করেন তাঁরা।

অমিত শাহকে কটাক্ষ করে গৌতম দেব বলেন, "কুঁজোর চিৎ হয়ে শোওয়ার শখ হয়। দিবাস্বপ্ন দেখা ভালো। এই গভীর সুখ নিন্দ্রায় BJP মগ্ন থাকুক। রাজা গেছেন গভীর নিদ্রায় কথাটি এক্ষেত্রে প্রযোজ্য। ওরা একটা জেলা পরিষদের আসন জিততে পারে না, পঞ্চায়েতের আসনও জিততে পারে না। ওরা নাকি আবার বাংলায় ২৩টা আসন জিতবে। এই স্বপ্নে মশগুল থাকুক BJP। BJP-কে অনেক শুভেচ্ছা। দিলীপ ঘোষকে বলব আগে মেদিনীপুর সামলান তারপর দার্জিলিংয়ে আসবেন।"

রোড শো'তে নির্বাচনী প্রচারের হাতিয়ার ছিল রাজ্য সরকারের কন্যাশ্রী, যুবশ্রী, সবুজসাথী সহ একাধিক উন্নয়ন মূলক কর্মসূচি। যদিও আজ রোড শোতে খুব বেশি কর্মী-সমর্থকের দেখা মেলেনি। ফলত কিছুটা অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। ধমক দেন স্থানীয় নেতৃত্বদের। রোড শো শেষে গৌতমবাবু বলেন, "খুব বেশিজনকে দেখছি না। আমাদের প্রার্থী নিয়ম করে প্রচার সারছেন।" এরপরেই তাঁর বক্তব্য, "আমাদের প্রার্থী পাহাড় ও সমতল দুই জায়গারই বাসিন্দা। দুই জায়গাতেই তাঁর বাড়ি রয়েছে। প্রার্থীর স্ত্রী এবং ছেলের স্ত্রী দু'জনেই বাঙালি। তিনি একই সঙ্গে দুই জায়গাতে সময় দিতে সক্ষম হবেন। পাহাড় বা সমতল কোনও জায়গার মানুষই বঞ্চিত হবে না। আর এটা ভুলে গেলে হবে না যে উনি এমন একজন ব্যক্তিত্ব যার পরিবারের সদস্য অর্থাৎ প্রার্থীর বাবা লেফটেনন্ট কর্নেল ছিলেন। সেক্ষেত্রে BJP প্রার্থীর কোনও যোগসূত্রই নেই এই রাজ্যের সঙ্গে। নিজের লোকসভা আসন প্রসঙ্গে ন্যূনতম জ্ঞান নেই।" দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, "উনি আগে মেদিনীপুর সামলান। তারপর এদিকে আসুন। ওখানে তো জামানত বাজেয়াপ্ত হবে।"

অন্যদিকে গৌতমবাবুর সুরে সুর মিলিয়ে অমর সিং রাই বলেন, "BJP-র প্রার্থীকে আমি প্রতিদ্বন্দ্বী বলে মনেই করি না। উনি নিজের আসন সম্পর্কে কিছুই জানেন না। লড়াই করবেন কী করে? মানুষ ওঁকে সর্মথন করবে না। আর উনি জিতলেও পাহাড় সমতল কোনও জায়গাতেই মানুষকে সময় দেবেন না। তবে আমি সময় দেব।"

ভিডিয়োয় শুনুন গৌতব দেবের বক্তব্য
Last Updated : Mar 30, 2019, 3:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details