শিলিগুড়ি, 31 মে: শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনের ফলাফল মহকুমা পরিষদ নির্বাচনে বাড়তি অক্সিজেন জোগাবে ঘাসফুল শিবিরে । তথাকথিত বামদুর্গ হিসেবে পরিচিত শিলিগুড়ি মহকুমা পরিষদ (SMP elections) এ বার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস দখল করবে । মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের মহকুমা আসনের মনোনয়ন পত্র পেশ প্রক্রিয়ায় এমনই দাবি শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষের ।
এ দিন শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের মহকুমার নয়টি আসনে মনোনয়ন জমা দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা (TMC candidates file nomination)। মাল্লাগুড়ি থেকে মিছিল করে এ দিন মহকুমাশাসকের দফতরে যান প্রার্থীরা । মিছিলে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, সভানেত্রী পাপিয়া ঘোষ, চেয়ারম্যান অলোক চক্রবর্তী-সহ তৃণমূল কাউন্সিলার, দলীয় কর্মী ও সমর্থকরা ।
শেষ মহকুমা পরিষদ নির্বাচনে মহকুমার নয়টি আসনের ছয়টিতে বামেরা ও তিনটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল । পাঁচটির মধ্যে চারটিতে সিপিএম ও একটিতে ফরওয়ার্ড ব্লক জয়লাভ করে । কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন ও তারপর শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনে বামেদের গড় গুঁড়িয়ে দিয়ে বিপুল ভোটে জয়লাভ করে শাসক দল । সেই কারণে এ বারের মহকুমা পরিষদ নির্বাচনেও সেই ধারা অব্যাহত থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।