শিলিগুড়ি, 23 জানুয়ারি : নেতাজির জন্মজয়ন্তীতে শিলিগুড়ি থেকে BJP-তৃণমূলের বিরোধিতায় সরব হলেন সূর্যকান্ত মিশ্র ৷ তিনি বলেন, "নেতাজিকে ওরা দখল করেছে ৷ দেশের স্বাধীনতা সংগ্রামে ওদের কোনও ভূমিকা ছিল না ৷ যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের নেতাজির জন্মজয়ন্তী পালন সাজে না ৷ তারা দেশদ্রোহী ৷"
আজ দার্জিলিঙে জেলা CPI(M)-র সম্পাদকমণ্ডলীর বৈঠকে যোগ দিতে এসেছিলেন CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ সেখান থেকে শিলিগুড়ির নেতাজি মোড়ে নেতাজির মৃর্তিতে মাল্যদান করেন তিনি ৷ সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ৷ মাল্যদানের পর সাংবাদিকদের তিনি বলেন, "আমরা দেশপ্রেমিক দিবস হিসেবে দিনটি পালন করি । কেন্দ্র এবং রাজ্যকে বলেছিলাম এই দিনটি দেশপ্রেম দিবস হিসেবে পালিত হোক । ওরা কেউ করেনি । কলকাতায় ফরওয়ার্ড ব্লকের যে মূল অনুষ্ঠান হত তাতে প্রথম প্রথম মালা দিতে আসতেন রাজ্যের মন্ত্রীরাও । আমরা জায়গা করে দিয়েছিলাম । কিন্তু গত কয়েক বছর ধরে সেই অনুষ্ঠান ওরাই দখল করে নিয়েছে । এখানেও দখলের রাজনীতি কায়েম হয়েছে । দেশের ইতিহাস মুছবে না । BJP কোথায় ছিল সে সময়? যারা ধর্ম নিয়ে কথা বলে আবার নেতাজির কথা বলে তারা দেশদ্রোহী । এরাজ্যে মুখ্যমন্ত্রী নেতাজির জন্মজয়ন্তী হাইজ্যাক করেছেন ।"