পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ঠান্ডা থেকে বাঁচতে ঘরে আগুন, পুড়ে মৃত্যু দম্পতির - পুড়ে মৃত্যু হল দম্পতির শিলিগুড়িতে

দু'জনেই অসুস্থ ছিলেন। সঙ্গে থাকতেন না সন্তানরা । সোমবার রাতে ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে ঘরে আগুন জ্বালান দম্পতি । পুলিশের অনুমান, সেখান থেকে ঘরে আগুন লেগে যায়। আর তাতেই মৃত্যু হয় এই দম্পতির ।

The couple burned to death
পুড়ে মৃত্যু দম্পতির

By

Published : Jan 7, 2020, 5:18 PM IST

শিলিগুড়ি, 7 জানুয়ারি : আগুন পোয়াতে গিয়ে পুড়ে মৃত্যু হল দম্পতির । ঘটনাটি শিলিগুড়ি সংলগ্ন 2 নম্বর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের । আজ দেহ দুটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ ।


ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বসবাস করতেন রোহিত প্রসাদ রায় ও দ্রৌপদী রায়। দু'জনেই অসুস্থ ছিলেন। ছেলেমেয়েরা অন্যত্র থাকে । সোমবার রাতে ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে ঘরে আগুন জ্বালান দম্পতি। পুলিশের অনুমান, সেই আগুন থেকে ঘরে আগুন লেগে যায়। গ্রামবাসীরা এসে আগুন নেভালেও এই দম্পতি আগুনে পুড়ে মারা যান।

স্থানীয়রা বলেন, অসুস্থ থাকায় ওই দম্পতি ঠিকমতো চলাফেরা করতে পারতেন না । তাই হয়ত আগুন লাগার পরও ঘর থেকে বের হতে পারেননি । পুলিশ তদন্ত শুরু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details