শিলিগুড়ি, 2 সেপ্টেম্বর: এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ৷ ঠিক সেই সময়েই শিলিগুড়ি পৌরনিগমে অস্থায়ী কর্মী নিয়োগেও স্বজনপোষণের (Nepotism) অভিযোগ ৷ তবে, তা শাসক তৃণমূলের বিরুদ্ধে নয় ৷ পৌরনিগমের প্রাক্তন বাম বোর্ডের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Siliguri Mayor Goutam Deb) ৷ সিপিআইএম এর প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে 354 জনকে অস্থায়ী পদে নিয়োগের (SMC Recruitment Corruption) অভিযোগ করেছেন ডাবগ্রাম-ফুলবাড়ির প্রাক্তন বিধায়ক ৷
গৌতব দেব অভিযোগ করেছেন, ‘‘প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ও বাম পুর বোর্ড 354 জনকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করেছে ৷ যাঁদের কোন কাজ নেই ৷ এতো চাকরি নিয়ে কথা হচ্ছে ৷ এসব নিয়ে কেউ প্রশ্ন তুলছে না ৷ অথচ সেই সময় চাকরিতে পক্ষপাতিত্ব করা হয়েছে ৷ প্রায় ৪ কোটি টাকা আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে শিলিগুড়ি পৌরনিগমের উপরে ৷’’
অভিযোগ, সিপিআইএম এর 354 জন দলীয় কর্মীকে পৌরনিগমে চাকরি দিয়েছেন প্রাক্তন মেয়ক অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya) এবং তাঁর পারিষদরা ৷ মূলত ম্যান ওয়েজ বা রোজকার পারিশ্রমিকে কাজ করা কর্মী ও সাফাই কর্মী হিসাবে তাঁদের চাকরি দেওয়া হয় ৷ কিন্তু, তাঁরা কেউ সাফাই কর্মীর কোনও কাজই করেনি বলে অভিযোগ ৷ গৌতম দেব অভিযোগ করেছেন, সিপিআইএম এর উচ্চশিক্ষিত সেইসব কর্মীদের সাফাই কর্মী হিসাবে নিয়োগ করানো হয়েছিল ৷ কিন্তু, তাঁরা বর্তমানে সাফাইয়ের কাজ করতে পারবে না বলে জানিয়েছে ৷ ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সমস্যায় পড়েছে শিলিগুড়ি পৌরনিগম ৷