শিলিগুড়ি, 20 নভেম্বর : দুর্গাপূজা ও দীপাবলির পর এবার ছটপুজোয় বিভিন্ন ঘাটে ভিড় রোখাই চ্যালেঞ্জ প্রশাসনের । সেই লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নেমেছে কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং শিলিগুড়ি ফাইট কোরোনা । চিকিৎসকরা বলেন, এর আগে কিছুটা সচেতনতা বাড়ায় আপাতত শহরের তুলনায় শিলিগুড়ি মহকুমা ও পাহাড়ে রোগের প্রকোপ অনেকটাই কমেছে । ফের গ্রামাঞ্চলের মানুষ পুজোকে সামনে রেখে ভিড় বাড়ালে বাড়তে পারে কোরোনার সংক্রমণ ।
শিলিগুড়িতে কোভিড কেয়ার নেটওয়ার্ক-এর তরফে চিকিৎসক কল্যাণ খাঁ বলেন, "দুর্গাপূজার ভিড় দেখে আমরা কোরোনার প্রকোপ বাড়বে বলে ভেবেছিলাম । কিন্তু সেভাবে এলাকায় রোগের প্রকোপ বাড়েনি । দীপাবলি ও ধনতেরসের সময় লাগাতার প্রচারে সাড়া দিয়ে আতসবাজি পোড়াননি অনেকে । গ্রামাঞ্চলে এবং পাহাড়ে এখন রোগ অনেকটাই নিয়ন্ত্রণে । শিলিগুড়িতে রোগের প্রকোপ থাকলেও মৃত্যুর হার আটকানো গিয়েছে । তাই আজ থেকে দু'দিন ছটপুজোকে সামনে রেখে আমরা অতিমাত্রায় সক্রিয় রয়েছি ।" তিনি আরও বলেন, "আতসবাজি না পোড়াতে আবেদনের পাশাপাশি পরিবার পিছু দু'জন করে পুজো করতে ঘাটে যাবেন বলে হাইকোর্টের যে রায় আছে তা মানতে হবে । এটা বাস্তবায়িত হলে প্রতি বছর যে কয়েক লাখ লোকের ভিড় ঘাটগুলিতে হয় তা অনেকটাই কমবে । শুধু পুলিশ দিয়ে এই কাজ করানো যাবে না । তাই ফের আমরা আবেদন রাখছি নির্দেশিকা মেনে চলার । পাশাপাশি নির্দিষ্ট মাস্ক ছাড়া নদীঘাটে না আসার পরামর্শ দিচ্ছি ৷"