শিলিগুড়ি, 29 জুলাই : ছিল নদী, হয়ে গেছে নর্দমা ! বিশ্বাস হয় না, এককালে বর্ষার সময় এই নদীদের ভয় পেতেন শিলিগুড়ির বাসিন্দারা ৷ স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়ার ইতিহাসও রয়েছে ৷ গল্প কথা মনে হয়, একসময়ে শিলিগুড়ি শহরের প্রাণ ছিল জোড়া নদী ফুলেশ্বরী ও জোড়াপানি । বহুবার দুই নদীকে সংস্কার করে দূষণমুক্ত করার দাবি উঠেছে ৷ কিন্তু কাজ হয়নি ৷ এত দিনে সেই আক্ষেপ মিটছে ৷ শিলিগুড়ি পৌরনিগমের উদ্যোগে দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছে দুই নদীর পুনরুজ্জীবনে ৷
সেচ দফতরের সহযোগিতায় ফুলেশ্বরী ও জোড়াপানি সংস্কার তথা দূষমুক্ত হবে । নদী দখল আটকাতে নদীর ধারে দেওয়া হবে ফেন্সিং। পৌরনিগমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদরা । শিলিগুড়ি অপটপিক সোসাইটির সম্পাদক তথা পরিবেশবিদ দিব্যজ্যোতি চক্রবর্তী বলেন, "এর আগে একাধিকবার সার্ভে করে ফুলেশ্বরী এবং জোড়াপানি নদীর দুরাবস্থার কথা আমরা প্রশাসনকে জানিয়েছি। অবিলম্বে ওই দুই নদীকে সংস্কার না করলে নদী দু‘টি হারিয়ে যাবে । নদীর ধার দখল হয়ে যাওয়া ওই নদীদের বিলুপ্তপ্রায় হওয়ার কারণ ।"
শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর প্রধান গৌতম দেব বলেন, "গ্রিন ট্রাইবুনালের নিয়ম অনুযায়ী এবং গ্রিন সিটি মিশনের আর্থিক সহযোগিতায় সেচ দফতর দুই নদীকে সংস্কার করার কাজ করবে । বিগত বোর্ড কয়েক দশক ধরে ক্ষমতায় থাকলেও নদী দু‘টির হাল ফেরানোর চেষ্টা করেনি । ফলে তা ক্রমশ নর্দমায় পরিণত হয়েছে ।"