পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে রাষ্ট্রপতি শাসন ভবিতব্য, মন্তব্য রাহুল সিনহার - BJP নেতা রাহুল সিনহা

রাহুল সিনহার অভিযোগ, "যাদবপুরে রাজ্যপালকে যারা হেনস্থা করছে তারা তৃণমূলের পোষা গুন্ডা । তৃণমূলের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ রয়েছে । প্রাণ সংশয় হতে পারে রাজ্যপালের ।"

Rahul comment on presidential rule in West Bengal
রাজ্যে রাষ্ট্রপতি শাসন ভবিতব্য, মন্তব্য রাহুল সিনহা

By

Published : Dec 24, 2019, 10:57 PM IST

শিলিগুড়ি, 24 ডিসেম্বর : রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরম পর্যায়ে পৌঁছিয়েছে । এই সংঘাতের জন্য রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন BJP-র সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা । তিনি আজ শিলিগুড়িতে রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, এভাবে চললে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে ।

রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক তিক্ততায় পৌঁছিয়েছে । সম্প্রতি যাদবপুরে সমাবর্তন উৎসবে গিয়ে রাজ্যপালকে পড়ুয়াদের বিক্ষোভের সামনে পড়তে হয় । রাজ্যপালকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন হয় । আজ এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে BJP নেতা রাহুল সিনহা এই কথা বলেন । তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, " রাজ্যে রাষ্ট্রপতি শাসন ভবিতব্য । তাঁর অভিযোগ, "যাদবপুরে রাজ্যপালকে যারা হেনস্থা করছে তারা তৃণমূলের পোষা গুন্ডা । তৃণমূলের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ রয়েছে । প্রাণ সংশয় হতে পারে রাজ্যপালের ।"

রাহুল সিনহা বলেন ,"রাজ্যপাল যেখানেই যাচ্ছেন সেখানেই বিক্ষোভ দেখানো হচ্ছে । আসলে পেছন থেকে তৃণমূল বিক্ষোভকারীদের মদত দিচ্ছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা রাজ্যপালকে বিক্ষোভ দেখাচ্ছে তারা ছাত্র নয় তারা তৃণমূলের গুন্ডা ।"

ABOUT THE AUTHOR

...view details