পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিলিগুড়িতে শ্মশানঘাট নির্মাণে বিক্ষোভ এলাকাবাসীদের, হুঁশিয়ারি গৌতম দেবের - protest against crematorium

শিলিগুড়ি পৌরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের দুটি শ্মশানঘাটে মৃতদেহ দাহ করা নিয়ে ভিড় লেগেই থাকে । তাই আরও একটি শ্মশানঘাট নির্মাণের উদ্যোগ নেয় শিলিগুড়ি পৌরনিগম ৷ শ্মশানঘাট নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা ৷ তাঁদের হুঁশিয়ারি দিলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ৷

শিলিগুড়িতে শ্মশানঘাট নির্মাণে বিক্ষোভ এলাকাবাসীদের
শিলিগুড়িতে শ্মশানঘাট নির্মাণে বিক্ষোভ এলাকাবাসীদের

By

Published : Jun 14, 2021, 3:53 PM IST

Updated : Jun 14, 2021, 4:01 PM IST

শিলিগুড়ি, ১৪ জুন : শ্মশান তৈরির বিরুদ্ধে বিক্ষোভ এলাকাবাসীদের । ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল শিলিগুড়ি পৌরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের সরোজিনী কলোনিতে । পালটা বিক্ষোভকারীদের চুড়ান্ত হুঁশিয়ারি দিলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ।

এই এলাকায় কিরনচন্দ্র শ্মশানঘাট ও সাহুডাঙ্গির বৈতরণি শ্মশানঘাট রয়েছে । করোনা আবহে মৃতের সংখ্যা বাড়ায় চাপ বেড়ে যায় ওই দুই শ্মশানঘাটের ওপর । দেহ দাহ করা নিয়ে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে শহরবাসীদের । সমস্যার বিষয়টি নজরে আসতেই শিলিগুড়ি পৌরনিগম মহানন্দা নদীর পাড়ে আরও একটি শ্মশানঘাট নির্মাণের উদ্যোগ নেয় ৷

সোমবার শ্মশানঘাট নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভে নামেন এলাকাবাসীরা । কোনওভাবেই ওই এলাকায় শ্মশানঘাট নির্মাণ করতে দেওয়া যাবে না বলে বিক্ষোভ দেখান তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশবাহিনী । তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এলাকাবাসীর অভিযোগ, এলাকায় উন্নয়নের অনেক কাজ রয়েছে । সেগুলো করা হচ্ছে না । সেগুলো না করে শ্মশানঘাট কোনওভাবেই নির্মাণ করতে দেওয়া যাবে না ।

শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, "বহিরাগতদের দিয়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে ৷ আমি সতর্ক করে বলে দিচ্ছি যাঁরা মহানন্দা থেকে বালি পাথর চুরি করছেন এবং মহানন্দার পাড়ে অবৈধ নির্মাণ করছেন, তাঁদের কোনওভাবেই রেয়াত করা হবে না । কোমরে দড়ি দিয়ে জেলে ঢোকানো হবে । সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে ওই কাজ করা হচ্ছে । সরকারি কাজে কোনওভাবেই বাধা দেওয়া যাবে না ।"

Last Updated : Jun 14, 2021, 4:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details