পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Indranil Sen: পর্যটনের হাল ফেরাতে উত্তরবঙ্গ পরিদর্শনে মন্ত্রী ইন্দ্রনীল সেন - পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন

করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় মুখ থুবড়ে পড়েছে উত্তরবঙ্গের পর্যটন ৷ করোনা পরিস্থিতিতে প্রায় পর্যটন শূন্য পাহাড় ৷ কীভাবে পাহাড়ের পর্যটনের হাল ফেরানো যায় সেই নিয়ে বুধবার বৈঠকে বসবেন পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন ৷

পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন
পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন

By

Published : Jun 22, 2021, 10:33 AM IST

Updated : Jun 22, 2021, 10:41 AM IST

শিলিগুড়ি, 22 জুন :পাহাড়, তরাই-ডুয়ার্সেসহ উত্তরবঙ্গের পর্যটন শিল্পের পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে রাজ্যের পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। সোমবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি । কীভাবে উত্তরবঙ্গের পর্যটনকে আবার ছন্দে ফেরানো যায় তারই পরিকল্পনার করতে মন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর ৷

ইন্দ্রনীল সেন বলেন, "অন্যান্য রাজ্যের তুলনায় এরাজ্যের পর্যটন শিল্প অনেকটা ভাল পরিস্থিতিতে রয়েছে । খুব দ্রুত উত্তরবঙ্গের পর্যটন শিল্প ঘুরে দাঁড়াবে। পুজোর আগে পর্যটন শিল্পকে ছন্দে ফেরানোর লক্ষ্য রাখা হয়েছে ।" তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর উদ্যোগে এরাজ্যে টিকাকরণ খুব দ্রুত হচ্ছে ৷ তাছাড়া পশ্চিমবঙ্গে সুস্থতার হারও অনেক বেশি ৷ আশা করছি খুব দ্রুত এরাজ্য করোনা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে ৷ "

উত্তরবঙ্গের অর্থনীতির একটা প্রধান উৎস পর্যটন ৷ করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় মুখ থুবড়ে পড়েছে এই অঞ্চলের পর্যটন ৷ করোনা পরিস্থিতিতে প্রায় পর্যটক শূন্য পাহাড় ৷ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ভোরের আলোতে পর্যটন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন ইন্দ্রনীল সেনগুপ্ত ৷ কীভাবে পাহাড়ের পর্যটনের হাল ফেরানো যায় সেই নিয়ে এদিন পর্যালোচনা করবেন মন্ত্রী ৷

উত্তরবঙ্গ পরিদর্শনে মন্ত্রী ইন্দ্রনীল সেন

এছাড়া লকডাউনের জেরে ভোরের আলো পর্যটন কেন্দ্রেরও তৃতীয় পর্যায়ের কাজ থমকে রয়েছে । সেই কাজ দ্রুত কীভাবে শুরু করা যায়, তা নিয়েও বৈঠক করবেন ইন্দ্রনীল ৷

আরও পড়ুন :Jagdeep Dhankhar : ভোট-পরবর্তী ভয়ঙ্করতম হিংসা, বাগডোগরায় নেমেই সরব রাজ্যপাল

সোমবার ইন্দ্রনীল সেন আরও জানিয়েছেন, পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত স্টেক হোল্ডার, কর্মী ও পর্যটন সংস্থার সঙ্গে যুক্ত সদস্যদের করোনার টিকাকরণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার । যা দেশের মধ্যে প্রথম ৷

Last Updated : Jun 22, 2021, 10:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details