পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Madhyamik Result 2022 : আর্থিক প্রতিকূলতা কাটিয়ে মাধ্যমিকে অষ্টম শিলিগুড়ির জুনয়না পারভিন - WBBSE West Bengal Madhyamik Result 2022 released

আর্থিক প্রতিকূলতাকে কাটিয়ে মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করল শিলিগুড়ির জুনয়না পারভিন ৷ শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার থেকে বিধায়ক শঙ্কর ঘোষ একে একে সবাই শুভেচ্ছা জানান জুনয়নাকে (Madhyamik Result 2022)।

Junaina Parveen from Siliguri Ranks Eighth in Madhyamik Examination 2022
Madhyamik Result 2022

By

Published : Jun 3, 2022, 2:04 PM IST

শিলিগুড়ি, 3 জুন : করোনার সময় পরিবার আর্থিক সংকটের মধ্যে পড়ে ৷ সেই প্রতিকূলতাকে কাটিয়ে মাধ্যমিকে মেধাতালিকায় স্থান করে নিল শিলিগুড়ির জুনয়না পারভিন (Junaina Parveen from Siliguri Ranks Eighth in Madhyamik Examination 2022)। শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডের দূর্গানগর কলোনির বাসিন্দা মহম্মদ জাকির হুসেনের মেয়ে জুনয়না পারভিন ।

শিলিগুড়ির সারদা শিশু তীর্থের ছাত্রী সে । এবারের মাধ্যমিকে 886 নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করে শিলিগুড়ির নাম উজ্জ্বল করেছে জুনয়না । আজ সকালে মেধাতালিকা প্রকাশ হতেই খুশির ঢেউ হুসেন পরিবারে । শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার থেকে বিধায়ক শঙ্কর ঘোষ একে একে সবাই শুভেচ্ছা জানান জুনয়নাকে । চলে মিষ্টিমুখ পর্ব । জুনয়নার বাবা জাকির হুসেন একজন পর্যটন ব্যবসায়ী । করোনাকালে তীব্র আর্থিক সংকোট গিয়েছে তাঁর । আর সেই চরম প্রতিকূলতাকে কাটিয়ে মাধ্যমিকে মেধা তালিকায় স্থান করে নজির গড়ল শিলিগুড়ি কন্যার । আগামীতে নিট পরীক্ষা দিয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে জুনয়নার (Madhyamik Result 2022)।

আরও পড়ুন :Madhyamik Result 2022 : বাবার কাছে অঙ্ক, বাকি বিষয়ের দায়িত্বে মা ; মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম কোলিয়ারি শহরের অনন্যা

প্রসঙ্গত, আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WBBSE West Bengal Madhyamik Result 2022 released)৷ এ বছর মাধ্যমিকে পাশের হার 86.6 শতাংশ ৷ গত বছরের তুলনায় এ বার পাশের হার বেশি ৷ পাশের হারে কিছুটা পিছিয়ে রয়েছে ছাত্রীরা ৷ পাশের হারে শহরকে এ বারও টেক্কা দিয়েছে জেলা ৷ শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুরে ৷ সেখানে পাশের হার 97.63 শতাংশ । তারপরেই রয়েছে কালিম্পং ৷ এই জেলায় পাশের হার 94.71 শতাংশ ৷ এরপর রয়েছে যথাক্রমে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও মালদা ৷ কলকাতায় পাশের হার 94.36 শতাংশের বেশি রয়েছে ।

মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করল শিলিগুড়ির জুনয়না পারভিন

ABOUT THE AUTHOR

...view details