পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC Inner Clash: দার্জিলিং জেলা আইএনটিটিইউসি’র সভায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত 3

প্রকাশ্যে দার্জিলিং জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ বুধবার বিকেলে জেলা আইএনটিটিইউসির একটি সভায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বলে অভিযোগ ৷ শ্য়াম যাদব নামে এক আইএনটিটিইউসি নেতার বিরুদ্ধে সভায় হামলা চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে ৷

Inner Clash in Darjeeling INTTUC
দার্জিলিং জেলা আইএনটিটিইউসি’র সভায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত 3

By

Published : Sep 16, 2021, 1:20 PM IST

শিলিগুড়ি, 16 সেপ্টেম্বর : ফের একবার প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ৷ শিলিগুড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ৷ তাও আবার দলের জেলার নেতাদের সামনেই ৷ চেয়ার ছুড়ে মারা হয় জেলার নেতাদেরও ৷ ভাঙচুর করা হয় সভার চেয়ার, মাইক ৷ বুধবার বিকেলে দার্জিলিং জেলা আইএনটিটিইউসি’র বৈঠকে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ ৷ যে ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে ৷ দার্জিলিং জেলা আইএনটিটিইউসির সভাপতি নির্জল দের সামনেই চলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ৷ ঘটনায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী ৷ তবে, বিষয়টিকে গুন্ডাবাহিনীর হামলা বলে দাবি শ্রমিক সংগঠনে জেলা সভাপতি নির্জল দের ৷

বিধানসভা নির্বাচনের পর গোটা রাজ্যজুড়ে তৃণমূলের জেলা সভাপতি ও শ্রমিক সংগঠনে রদবদল করেছে তৃণমূল ৷ এক পদ এক ব্যক্তি, এই নীতিতে সংগঠনে রদবদল করে শাসকদল ৷ সেই রদবদলে দার্জিলিঙের তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি পদেও বদল করা হয় ৷ নতুন সভাপতি করা হয় নির্জল দে'কে ৷ শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের তৃণমূল শ্রমিক সংগঠনের একটি গোষ্ঠী ৷ বুধবার বিকেলে রেগুলেটেড মার্কেটে একটি সভার আয়োজন করে জেলা আইএনটিটিইউসি ৷ অভিযোগ সভা চলাকালীন তৃণমূলের শ্রমিক সংগঠনের আরেক নেতা শ্যাম যাদবের অনুগামীরা সভায় হামলা চালায় ৷ তারা সভায় ঢুকে চেয়ার ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে ৷

আরও পড়ুন : Priyanka Tibrewal : ভবানীপুরে ঢাক বাজিয়ে চণ্ডীপাঠ করে প্রচার প্রিয়াঙ্কার

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় প্রধাননগর থানায় ৷ যার পরেই সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷ এর পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় ৷ ঘটনায় 1নং টাউন তৃণমূল কংগ্রেস কমিটি তথা প্রাক্তন বোরো চেয়ারম্যান প্রদীপ গোয়েল-সহ তিন জন নেতা গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ ৷ ঘটনার পর শ্যাম যাদব এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন : Mamata in TIME : টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় বাইডেন-মোদির সঙ্গে 'স্ট্রিট ফাইটার' মমতা

এই প্রসঙ্গে আইএনটিটিইউসি-র জেলা সভাপতি নির্জল দে বলেন, ‘‘এদিন সভা চলাকালীন হঠাৎ করে কিছু সমাজবিরোধী এবং গুন্ডা সভায় হামলা চালায় ৷ আসলে এরা দলের কেউ নয়, এরা মাফিয়া এবং গুন্ডা ৷ ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে ৷ প্রশাসন যাতে ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করে তার আবেদন করছি ৷’’ দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, ‘‘এটা দলের মধ্যে কোন গন্ডগোল নয় ৷ বিজেপি এবং সিপিএমের কিছু অশুভ শক্তি গন্ডগোল করার চেষ্টা করেছে ৷’’

আরও পড়ুন : Arpita Ghosh : আচমকা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা অর্পিতা ঘোষের

অপরদিকে, এ প্রসঙ্গে শ্যাম যাদব জানান, তাঁর বিরুদ্ধে যে ভাঙচুর ও হামলা চালানোর অভিযোগ উঠেছে তা একেবারেই ভিত্তিহীন ৷ আসলে সভায় উপস্থিত নেতারা সাম্প্রদায়িক বক্তব্য রাখছিল ৷ তাই সভায় উপস্থিত শ্রমিকরাই ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details