শিলিগুড়ি, 19 আগস্ট : টাকার বিনিময়ে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর ফর্ম ফিলআপ করে দেওয়ার অভিযোগ। হাতেনাতে ধরা পড়লেন অভিযুক্ত ৷ অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন রাজ্যের প্রাক্তন পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব।
বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পৌরনিগমের 5 নম্বর বরোর 40 নম্বর ওয়ার্ডের শিবমঙ্গল হাইস্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প হয়। সকালে ক্যাম্প পরিদর্শনে আসেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। ওই সময় তাঁর কাছে অভিযোগ আসে, বেশ কিছু যুবক টাকার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলআপ করছেন। অভিযোগ পেয়েই নিজে গিয়ে এক যুবককে হাতেনাতে ধরেন গৌতম দেব । তাঁকে পুলিশের হাতে তুলে দেন । অভিযোগ ছিল, ওই যুবক 30 টাকার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার সহ দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলআপ করছিল । খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।